আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোধ সংবরণ : ALL OR NONE LAW

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। যে রাগের প্রকাশ যত বিলম্বিত, তার প্রকাশ তত বিকৃত; সুস্বাদু সুগন্ধী খাদ্য যেমুন পরিপাকতন্ত্র ভ্রমণ শেষে বিকৃত হোয়ে দুর্গন্ধী মলরূপ ধারণ কোরে নির্গত হয়, তদ্রূপ অসম্পূর্ণভাবে হজমকৃত বা চাপা রাগ পরবত্তীতে বিকৃত ভয়াল রূপ ধারণ কোরে প্রকাশিত হয়। ক্রোধ সংবরণ প্রশ্নে আমি তাই all or none law মেনে চলার পক্ষপাতী, ক্ষেমতা থাকলে ক্রোধকে বেমালুম হজম কোরে নাও, নইলে মাথায় রক্ত চড়ামাত্র ১টি অশ্রাব্য গালি ছেড়ে কিম্বা গ্লাস ভেঙে রাগ ঝেড়ে ফ্যাল, ব্যর্থ হজমচেষ্টা কোর না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।