২০০৪ সালের দিকের ঘটনা। চাপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর গ্রামে স্থানীয় লোকজন এক দৃষ্টি প্রতিবন্ধীকে পরিবেশ দূষণের অজুহাতে উচ্ছেদ করেছিলো। সে কাহিনী মাঝে মধ্যে হৃদয়ে দাগ কাটে। কারণ তখন প্রতিবাদের সাহস পায় নি। সে কাহিনী তুলে ধরছি।
সম্ভু নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী। জাতিতে হিন্দু। বাল্যকাল থেকেই ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করতো। দৃষ্টি প্রতিবন্ধিতার কারণে দেরিতে তথা ৪৫ বছর বয়সে বিয়ে করে। বিয়ের পর তার স্ত্রীর গর্ভে ২টি কন্যা জন্মলাভ করে।
মেয়েরা একটু বড় হলে সে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিকল্প হিসেবে পাঠা পালন করতে লাগলো। সাধারণ মানুষ বকরি পাঠা দিতে আসলে ছাগী প্রতি ১০০ টাকা করে নিতো। বাড়িটি রাস্তার পাশে হওয়ায় প্রায় ৩/ ৪ কিলোমিটার দুর হতে অনেক লোক আসতো ছাগী পাঠা দিতে। এতে সে ভালো প্রফিট পেতো।
মাত্র ১ বছরের মাথায় সে বাইরে ২ কাঠা জমি ক্রয় করে ফেলে। পাশের অনেকে হিংসায় ফেটে পড়ে।
সম্ভুর বাড়ির পাশে এক স্কুল শিক্ষক বসবাস করতো। স্কুল শিক্ষক ধনী ছিলো। সে গ্রামে বিরাট বিলাসবহুল বিল্ডিং বানিয়েছিলো।
ওই শিক্ষকের বাড়ি লোকজন আসলে মানুষে পাঠার দুর্গন্ধ পেতো। অনেকে রাস্তা দিয়ে হাটার সময় নাক ধরে হাটতো।
একদিন সকল মড়ল মাতব্বর সিদ্ধান্ত নিলো তাকে এখান থেকে উচ্ছেদ করতে হবে। অনেক লোক এসে ওই দৃষ্টি প্রতিবন্ধী সম্ভুকে প্রথমে বললো, এখানে বসবাস করতে হলে পাঠা পালন করতে পারবি না। সে বলল, পাঠা পালন করায় আমার আয় হয়।
সে আয় দিয়ে চলি। ফলে এখন কারো কাছে হাত পাতি না। কেন আমি এটা বন্ধ করবো। এক পর্যায়ে লোকজন পাঠা পালন বন্ধ করে দেয়।
আমি একজন তরুণ হিসেবে লোকজনের নিকট প্রতিবাদ করছিলাম।
তারা বললো। ভিক্ষা করবে। সমস্যা নেই। তাকে ভিক্ষা দিবো। কিন্তু পরিবেশ নষ্ট করতে পারবে না।
তাই আমি নিজেকে প্রশ্ন করলাম। যারা মদ. গাজা, বিড়ি-সিগারেট খায়। তারাতো পরিবেশ নষ্ট করে। কিন্তু নিজেরা ধুমপান করে বলে তাতে গন্ধ নেই। আর পাঠার গন্ধের জন্য তাকে উচ্ছেদ করবে এটা কেমন কথা।
অথচ নাকে হাত দিয়ে ২ মিনিট হাটলে কোন দুর্গন্ধ পাওয়া যেতো না।
শেষ পর্যন্ত ওই দৃষ্টি প্রতিবন্ধীকে উচ্ছেদ করা হয়েছিলো। সে তার ক্রয় করা জমিতে আবার খড় দিয়ে বাড়ি বানিয়ে পাঠা পালনের কাজ শুরু করে। তবুও ভিক্ষা বৃত্তিতে ফিরে যায় নি। গত বছর ঈদুর আযহার সময় গিয়ে দেখি ইট দিয়ে বাড়ি বানিয়েছে।
বিষয়টি দেখে আমি আনন্দিত হলাম যে, পাঠা পালন করে দৃষ্টি প্রতিবন্ধী স্বাবলম্বী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।