আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষ্যাপা প্রেমিক



তুমি ডাকলে আমি যেখানেই থাকি ছুটে চলে আসবই আকাশ পাতাল এফোঁড় ওফোঁড় করে আমি ছুটে আসবই আমি এক ক্ষ্যাপা প্রেমিক তুমি দেখোনি মোর উদ্দামতা,আমার উন্মত্ততা তোমার জন্য পাগলামিতে মোর উৎফুল্লতা সর্বনাশের নেশায় ছুটছি আমি তোমার দিকে ঠিক যেভাবে আলোর দিকে পোকা ছোটে যুক্তি আমি বিসর্জন দিয়েছি বহু আগে শুধু আবেগ রয়েছে পড়ে আমার ভাগে বুকে আমার দ্রিম দ্রিম বাজে তোমায় দেখব বলে তুমি বোঝো না কী নিষ্ঠুর নৃত্য নাচে পৃথিবী আমার বুকের হৃৎস্পন্দনে, আমাকে আলোড়িত করে আমি এক ক্ষ্যাপা প্রেমিক আমি সব পারি সম্ভব না জেনেও হাত বাড়াই চাঁদ ছুঁতে হাতের ইশারায় দূর করে দিতে চাই অমাবস্যা তোমার যে প্রিয় পূর্ণিমা।। আমি কী পাগল!! আমি কী বোকা!! কী জানি!! হব হয়তো বুকের ভেতরের দ্রিম দ্রিম আওয়াজ আমাকে পাগল করে আমি এগিয়ে যাই সর্বনাশের পথে সেখানে তুমি আছো তোমায় একবার দেখব বলে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.