আমাদের কথা খুঁজে নিন

   

'একধাপ উপরের জন'



****** 'একধাপ উপরের জন' ব্যয় করার জন্যে অফুরন্ত সময় না-থাকলে কেউ ঈভটিজিং-এর মতো কাজটি করতে পারতো না। ভিন্নতর কাজে-কর্মে যারা লিপ্ত, কোনো মূল্যের বিনিময়েও তাদেরকে ঈভটিজিং-এর মতো মহাধৈর্যধারীর কর্মটিতে রাস্তার ধারে বা মহল্লার মোড়ে দাঁড় করানো কখনোই সম্ভব নয়। আত্মসম্মানবোধহীনদের কাছে জীবন ও মরণ উভয়ই সমান, দুটোই অর্থহীন। কেবল কর্মসংস্থানই পারতে পারে আত্মসম্মান ফিরিয়ে দিতে, জীবনকে অর্থময় করতে। যাদের জীবনের প্রতি মায়া নেই, শাস্তি যাদেরকে শায়েস্তা করতে পারে না, অপদস্থ হয় না যারা কোনো কিছুতেই, -তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা!!, --নিঃসন্দেহে শূন্যের পিছনে অনন্তকালব্যাপী ছোটার মতোই অর্থহীন নিষ্ফল প্রয়াস।

কালচক্রে ব্যাপকভাবে গজিয়ে ওঠা ঈভটিজিং-এর মতো জঘণ্য সামাজিক ব্যাধিটাকে যখন উপেক্ষা করে সরে থেকে আত্মরক্ষা করা সম্ভব হয় না, প্রতিকার হিসেবে কিছু একটা করতেই হয়, --তখন অন্য সকল সুস্থ সমন্বিত পদক্ষেপের সাথে বিচার বিভাগের অনমনীয় হস্তক্ষেপ প্রত্যাশা করা জরুরি। বিচার বিভাগ যেন 'একধাপ উপরের জন'-কে বিচারের আওতায় নিতে পারে, আইনের এমন একটি ধারা যেন আমরা প্রণয়ন করে নিতে পারি আমাদের আইন মন্ত্রনালয়ের মাধ্যমে, --আপাতত এতটুকুই আমার একান্ত ব্যক্তিগত চাওয়া। যেহেতু, নরাধম ঈভটিজারদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া বা না-দেওয়ার মধ্যে পার্থক্য নেই, --অথচ আমরা ঈভটিজিংমুক্ত পরিবেশ চাচ্ছি, ঈভটিজারের অভিভাবক হিসেবে আমরা যেন যথাযথ শাস্তি পাই, --আইনের ধারাটি যেন এমন হয়। 'কেউ ঈভটিজার হিসেবে প্রমাণিত হলে পরে সে সসম্মানে মুক্তি পাবে, --তবে শাস্তি পাবে তার পিতা-মাতা অথবা অভিভাবক, অর্থাৎ 'একধাপ উপরের জন' পাবে উপয়ুক্ত অপমানকর শাস্তি', --এমন কোনো আইন সংসদে পাশ করামাত্রই, আইনটিকে সহ্য করতে না-পেরে, অতিমানবিক কেউ কেউ মানবতাবিরোধী বলে দাবি করে করে সভায়-জলসায়-সিম্পোজিয়ামে-মেডিয়াতে-পথে-ঘাটে-পাথারে-ইথারে মাতামাতি করবে না, --এমন নিশ্চয়তা কেউই দিতে পারে না। আমরা জানি না, ঈভটিজিং বিরোধী মানববন্ধনের কর্মসূচীতে এই ধরণের অতিমানবিক কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্যে পূর্বপ্রস্তুতি আছে কি না।

'আমরা' শব্দটি দিয়ে কোনো সাধুজনের দলকে বোঝানো হচ্ছে না, এখানে 'আমরা' দিয়ে তাদেরকেই বোঝানো হচ্ছে, যাদের সন্তানেরা ঈভটিজিংয়ে লিপ্ত এবং যারা ক্ষমাপ্রাপ্ত হওয়ার চে' বরং প্রায়শ্চিত্ত করে যাওয়াকেই সম্মানজনক কাজ মনে করি। **** ০৪/১১/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.