পেটেন্ট আবেদনে অগমেন্টেড রিয়ালিটি গ্লাসটির সঙ্গে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ও ভয়েস কমান্ড প্রযুক্তি রয়েছে। এটি প্রধানত গেইমিংয়ের উপযোগী ডিভাইস হওয়ার ফলে গুগল গ্লাসের সরাসরি প্রতিদ্বন্দ্বী হচ্ছে না। পেটেন্ট আবেদনের ছবিতে গ্লাসটির সামনে ও পাশে সেন্সর দেখা গেছে, যার মাধ্যমে চোখের নড়াচড়া ট্র্যাকিং করা সম্ভব।
গত বছরই মাইক্রোসফট স্মার্ট গ্লাস তৈরির গবেষণা শুরু করে বলে ফাঁস হয়ে যাওয়া ৫৬ পাতা দলিল থেকে জানা যায়। এ বিষয়ে মাইক্রোসফট বাড়তি কোনো তথ্য প্রকাশ করেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।