স্মার্টফোনের মার্কেটে নিজের অবস্থান আবারো শক্ত করার উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট৷ প্রকাশ করেছে তাদের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ মোবাইল ৭৷ সোমবার স্পেনের বার্সেলোনায় মাইক্রোসফট জানালো তাদের চমকের কথা৷
বার্সেলোনায় চলছে মোবাইল বিশ্বের সবচেয়ে বড় মেলা ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস'৷ স্বভাবতই দিন কয়েক আগে থেকে জল্পনা কল্পনা ছিল মাইক্রোসফটকে নিয়ে৷ প্রশ্ন, মোবাইল বাজারে নতুন করে অবস্থান তৈরিতে কী করছে তারা? সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বামার ইতি টানলেন জল্পনা কল্পনার৷ জানালেন, আমরা নতুন এক পদক্ষেপ নিচ্ছি, অনেক বড় পদক্ষেপ৷ বামার জানালেন, উইন্ডোজ ৭ উপযোগী স্মার্টফোন বাজারে আসবে শীতকালীন ছুটির সময়ে, কারণ তখন নাকি কেনাকাটার দিকে একটু বেশিই ঝোঁকেন সাধারণ মানুষ৷
মাইক্রোসফটের বাজার নেহাত মন্দ না৷ তবুও ইদানিং গুগল, ব্ল্যাকবেরি আর অ্যাপলের ধাক্কায় মোবাইল মার্কেটে খানিকটা কাহিল তারা৷ আর তাই বামার খুঁজলেন ভাগ্যের সহায়তাও৷ বললেন, সেভেন আমাদের লাকি নাম্বার৷ ফলে নতুন মোবাইল সংস্করণের নাম দেয়া হয়েছে উইন্ডোজ মোবাইল সেভেন৷
মোবাইল বাণিজ্যের পর্যবেক্ষক সংস্থাগুলো মনে করছে, উইন্ডোজ মোবাইল সেভেন দিয়ে মাইক্রোসফট স্মার্টফোনের বাজারে নিজের হিস্যা মজবুত করতে চাচ্ছে৷ তবে, এই কাজটি নেহায়েত সহজ নয়৷ খোদ বামারই স্বীকার করলেন তা৷ বললেন, সন্দেহ নেই যে বর্তমান ফোন বাজার প্রথমত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, দ্বিতীয়ত গতিময় আর তৃতীয়ত আবেগকম্পিত৷
অবশ্য পরিসংখ্যান বলছে মাইক্রোসফট ধীরে ধীরে ফোনের বাজার হারাচ্ছে৷ গবেষণা প্রতিষ্ঠান গার্টনার- এর মতে, ২০০৯ সালের তৃতীয় ধাপে সংস্থাটির মার্কেট শেয়ার ছিল সাত দশমিক নয় শতাংশ, যা ২০০৮ সালের একই সময়ের তুলনায় তিন শতাংশ কম৷ অথচ একই সময়ে ব্ল্যাকবেরির মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮ শতাংশ আর অ্যাপলের ১৭ দশমিক ১ শতাংশ৷ এমনকি এই বাজারে অপেক্ষকৃত নতুন গুগলের এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লক্ষ্যনীয় উন্নতি দেখা গেছে গত বছর৷
তবে, উইন্ডোজের নতুন সংস্করণ নিয়ে আশাবাদী মাইক্রোসফট৷ জানিয়েছে, নতুন এই সংস্করণ মোবাইল পর্দায় সম্পূর্ণ নতুন এক রুপ এনে দেবে৷ পাওয়া যাবে ছয় ধরণের ভিন্ন ভিন্ন থীম৷ একই পর্দায় জড়ো করবে, ই-মেইল, সামাজিক নেটওয়ার্কিং আর গেমস খেলার সব আয়োজন৷
linkW-World.de
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।