আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের শিক্ষক প্রশিক্ষণ

শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য মাইক্রোসফটের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৃতীয় পর্যায়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে মাইক্রোসফটের পার্টনারস ইন লার্নিং (পিআইএল) প্রোগ্রামের আওতায় শিক্ষায় ডিজিটাল অ্যাক্সেস, বিদ্যালয় ডিজিটালকরণ ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি হবে। যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রথম পর্যায়ে ২০০৫ সালের ডিসেম্বর ও দ্বিতীয় পর্যায়ে ২০০৯ সালের আগস্ট মাসে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় সরকারি-বেসরকারি বিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষককে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হয় ২০১৩ সালের ৩০ জুন। আর তৃতীয় পর্যায়ের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুনে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.