ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....
ধরুন আপনি বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত সফটওয়ার কম্পানি মাইক্রোসফটে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। আপনার নিজের বিষয়ের যাবতীয় টেকনিক্যাল জিনিসগুলো আপনার জানা। কিন্তু এসব বিষয় বাদ দিয়ে আপনাকে প্রশ্ন করা হলো, মাউন্ট ফুজিকে সরাতে আপনার কয় দিন লাগবে? আপনি জানেন, মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত। কিন্তু একে সরানো কি চাট্টিখানি কথা? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এমন এক প্রশ্নের মুখোমুখি হবার পর আপনি হাসবেন না কাঁদবেন?
মাইক্রোসফটে প্রতি মাসে প্রায় ১২ হাজার প্রার্থী চাকরির জন্য আবেদন করে। এসব চাকরি প্রার্থীদের মাইক্রোসফটের পক্ষ থেকে মাঝে মাঝে বেশ অদ্ভূত সব প্রশ্ন করা হয়।
আসুন দেখি, চাকরি প্রার্থীদের মাইক্রোসফট থেকে কি ধরনের প্রশ্ন করা হয় এবং এগুলোর সম্ভাব্য সমাধানই বা কি?
প্রশ্ন-৪: আপনাকে আটটি একই রকম দেখতে বিলিয়ার্ড বল দেওয়া হলো। বলগুলির মধ্যে একটি বল ওজনে সামান্য ভারী। ভারী বলটি খুঁজে বের করার জন্য আপনাকে এমন একটি পাল্লা দেয়া হলো যার দ্বারা আপনি মাত্র দুইবার ওজন করতে পারবেন। বলুন দেখি, কিভাবে বের করবেন কোন বলের ওজন বেশি?
সম্ভাব্য উত্তর : প্রথমেই পাল্লার এক পাশে তিনটি এবং অন্য পাশে তিনটি বল দিন। যদি পাল্লার উভয় দিকের ওজন সমান হয় তাহলে ভারী বলটি এই ছয়টি বলের মধ্যে নেই।
তখন অবশিষ্ট দুইটি বল ওজন করলেই ভারী বলটি পেয়ে যাবেন। কিন্তু প্রথমবার ছয়টি বল মাপার সময় যদি একদিকের তিনটি বলের ওজন ভারী দেখা যায় তাহলে সেই তিনটি বলের মধ্যে যে কোনো দুটোকে পাল্লায় উঠিয়ে ওজন করুন। যদি এদের কোনোটি ওজনে বেশি দেখা যায় তাহলে এটিই সেই বল, আর যদি দুটোই সমান ওজনের দেখা যায় তাহলে তৃতীয় বলটিরই ওজন বেশি।
........................................................................
(নোট- আমার এ লেখা ঢাকার একটা পত্রিকায় প্রকাশিত, সা.ইনের পাঠকদের সঙ্গে শেয়ার করলাম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।