বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নির্মাতা মাইক্রোসফট এবার সাইবার অপরাধীদের বিরুদ্ধে মাঠে নামছে। সাইবার অপরাধ প্রতিরোধ করতে নতুন কৌশলের অংশ হিসেবে সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট এবং আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নতুন সাইবারক্রাইম সেন্টার দাঁড় করাচ্ছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ওয়াশিংটন ডিসির রেডমন্ডে অবস্থিত ১৬ হাজার ৮০০ বর্গফুটের সাইবারক্রাইম সেন্টারে রয়েছে ম্যালওয়্যার চিহ্নিত করার জন্য বিশেষ ল্যাব, যাতে ঢোকার জন্য আঙুলের ছাপ দিয়ে নিশ্চিত করতে হবে নিজের পরিচয়। বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং বটনেট নেটওয়ার্কের উপর চোখ রাখার জন্যও আছে আলাদা ব্যবস্থা।
উল্লেখ্য, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে। এ জন্য বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের একই উদ্দেশ্য নিয়ে একই ছাদের নিচে এক করে মাইক্রোসফট সাইবার অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়তে পারবে বলে জানিয়েছেন এ সেন্টারের ডিজিটাল ক্রাইম ইউনিটের প্রধান ডেভিড ফিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।