ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....
ধরুন আপনি বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত সফটওয়ার কম্পানি মাইক্রোসফটে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন। আপনার নিজের বিষয়ের যাবতীয় টেকনিক্যাল জিনিসগুলো সবই আপনার জানা। কিন্তু এসব বিষয় বাদ দিয়ে আপনাকে প্রশ্ন করা হলো, মাউন্ট ফুজিকে সরাতে আপনার কয় দিন লাগবে? আপনি জানেন, মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত। কিন্তু একে সরানো কি চাট্টিখানি কথা? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে এমন এক প্রশ্নের মুখোমুখি হবার পর আপনি হাসবেন না কাঁদবেন?
মাইক্রোসফটে প্রতি মাসে প্রায় ১২ হাজার প্রার্থী চাকরির জন্য আবেদন করে। এসব চাকরি প্রার্থীদের মাইক্রোসফটের রিক্রুটিং অফিসাররা মাঝে মাঝে বেশ অদ্ভূত সব প্রশ্ন করে। আসুন দেখি, চাকরি প্রার্থীদের মাইক্রোসফট থেকে কি ধরনের প্রশ্ন করা হয় এবং এগুলোর সম্ভাব্য সমাধানই বা কি?
প্রশ্ন ১: ম্যানহোলের ঢাকনা গোল হয় কেন?
সম্ভাব্য সমাধান:
কোনো কোনো চাকরি প্রার্থী স্মার্টলি বলে ফেলেন, কারণ ম্যানহোল গোল।
কিন্তু মাইক্রোসফটের রিক্রুটিং অফিসারকে সন্তুষ্ট করার জন্য আপনার আরও ভালো কিছু বলা দরকার।
একটু মাথা খাটিয়ে বলুন, ম্যানহোলের ঢাকনা চারকোনা বা অন্য কোনো আকৃতির হলে তা কোনাকুনি ম্যানহোলের ভেতরে ঢুকিয়ে দেয়া সম্ভব। কিন্তু গোল ঢাকনা কোনোভাবেই ম্যানহোলের ভেতর ঢুকবে না। প্রথম উত্তরের চেয়ে এ উত্তরটাই বেশী ভাল নয় কি?
(চলবে)
----------------------------
(নোট- আমার এ লেখা ঢাকার একটা পত্রিকায় প্রকাশিত, সা.ইনের পাঠকদের সঙ্গে শেয়ার করলাম)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।