আমাদের কথা খুঁজে নিন

   

অথবা মিথ্যের আড়ালে সত্য

vagabond only

অথবা মিথ্যের আড়ালে সত্য প্রতিটি সত্যের আড়ালেই কোন গাঢ় মিথ্যে লুকিয়ে আছে, অথবা মিথ্যের আড়ালে সত্য- নাকি সত্য মিথ্যে এইসবপাশাপাশি ঘুমিয়ে থাকে একই বিছানায়- কাধে মিলিয়ে কাধ, এইকে সময়ে পাড়ি দেয় পথ;সমান্তরালে, সমান্তরালে! যতদুর মনে পরে, কোন এক রাখাল বালক একদিন একঘেয়েমির সাথে বনের ঘাসে বসে বসে অত্যন্ত বিরক্ত বোধ করে এবং অযথাই বাঘ, বাঘ, বলে চেঁচিয়ে পৃথিবির সর্বপ্রথম ক্লাসিক মিথ্যের জন্ম দেয়। অথচ সেখানে কোন বাঘই ছিল না; হয়তো সে বনের পথ ধরে অচেনা কোনো রূপশি বাড়ি ফিরছিল; যুবক রাখালটি তার প্রতি প্লেটনিক লভ ফীল করার কারনে এই উপায়ে তার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করছিলো,নিতান্ত বয়সের দোষ! কিন্তু নির্বোধ গ্রামবাসী না বুঝেই সত্যি বাঘ ভেবে সেখানে উপস্থিত হয় এবং তার ফলে গল্পটি ট্রাজিডির দিকেমোড় নেয় সমান্তরালে! বেরসিক গ্রামবাসীকে কাকলাপে বিরক্ত হয়ে রাখাল দ্বিতীয় দিন একই কাজ করে- হয়ত সেদিন সে রূপসী আসে না, এমনকি বাঘও নয়। কিন্তু সে চিৎকার হয়ত বাঘের কানেও পৌছায়; বনের রাজা বাঘ- তার নামের অপব্যাবহার করে ফায়দা লোটার বিষয়টি সে ভালভাবে নেয়নি, ফলে তৃতীয়দিন সে রাখালটিকে খেয়ে ফেলে!মিথ্যেবাদী রাখাল শাস্তি পায়, তবে শ্রেনীবৈষম্মের কারনে মিথ্যেবাদীগল্পকার ক্লসিক হয়ে ওঠে; কেননা, আমাদের মনে হয়, সে মিথ্যে আদতে সত্যরূপী শিল্প- আ মহাকালে,মিথ্যের সমান্তরালে? তারপর বাকি থাকো তুমি। একদিন চলে যাবে বলে- এ সত্যটি মেনে নিয়ে টের পাই কেমন করে আর বাকি সব মিথ্যে হয়ে যায়- যৌনবৈষম্মের ফলে? মহাকালে?- সমান্তরালে, সমান্তরালে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.