আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশার খাতা

শেষ বলে কিছু নেই

উড়ে যায় সবুজের ঘোর লাগা ধুলো-বালি উড়ে যায় সমুদ্র পারের লাজুক রাঙা মেঘ; আর শ্যামাঙ্গী সন্ধ্যার পায়ে ঠোঁট ছোঁয়ালে কাদামাখা ডাহুক খুলে যায় কুয়াশার খাতা গল্প গল্প গল্প... দিনভর ঝাঁঝাল রৌদ্রের তাপে ফুলে ফেঁপে ওঠা পেশির নিচে বলিষ্ঠ জীবন- হরপ্পার মত পাটকিলে রঙের সন্ধ্যায় নির্লিপ্ত, ধ্যানী বৃক্ষের মত স্বপ্নপ্রবণ; আলো-আঁধারির ভেতর জেগে ওঠে শ্রমঘন সভ্যতা আনুভূমিক ঐশ্বর্য ছড়িয়ে পড়ে দিগন্ত অবধি উল্টে যায় কুয়াশার খাতা, গল্প ছড়িয়ে পড়ে গল্প ঘনীভূত হয়... হৃষ্ট নারীর মত উজ্জ্বল সন্ধ্যার ঢালে, নদীর খাঁড়িপথে আইলের গর্বিত গ্রীবায়, বাতাবী নেবুর আঘ্রাণে পৌনঃপুনিক তুলির আঁচড়ে এইসব গল্প আঁকেন এস এম সুলতান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।