সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,
১) বাজারে ফান্ডামেন্টাল শেয়ার গুলো এখনো অবমুল্যায়িত আর বাজে কোম্পানির শেয়ার গুলো মুল্যবৃদ্ধিতে রেকর্ড করে যাচ্ছে। গত ৬ মাসের মধ্যে ইন্সুরেন্স সেক্টর ২০০% বেড়েছে। স্পিনিং কোম্পানীগুলো ৩০০% বেড়েছে। সেই সময় এসইসি মুখে আঙ্গুদিয়ে চোখে পট্টি বেধে বসেছিলো।
ফান্ডামেন্টাল কোম্পানি গুলো সব সময়েই অবহেলিত, অথচ এই কোম্পানীর গুনগত বৈশিস্ট্য অনেক অনেক ভালো। এখন ফান্ডামেন্টাল কোম্পানী ঃ যেমন ব্যাংক বাড়া শুরু করলো অমনি এসইসির মাথা খারাপ হয়ে গেলো। বাজার নিয়ন্ত্রনের জন্য ফালতু ডিশিশন নিতে লাগলো। এতো দিন উনারা কোথায় ছিলেন? ঘুমিয়েছিলেন? বাজার কারেকশন হচ্ছে। মফিজ কোম্পানীগুলো ঠিকই তলানীতে চলে যাবে, ফান্ডামেন্টাল কোম্পানীকে দাবিয়ে রাখা যাবে না।
এখন প্রশ্ন ঃ ফাউল কোম্পানীর শেয়ার গুলোকে বাড়ানোর সুযোগ করে দিলো কে? আর ক্ষতিগ্রস্থ কারা? লাভ কাদের হলো?
২) মার্চেন্ট ব্যাংক গুলোতে ব্যাবসায়ীরা মার্জিন লোনের এগিনেস্টে ভালো কোম্পানীর শেয়ার গুলোই কিনে রাখে। মার্জিন লোনের এগিনেস্টে প্রাইস সংশোধন করার জন্য ভালো শেয়ার গুলোকে ফোর্স সেল দিয়ে ফল করানোর জন্য কে দায়ী? আগে ১ঃ১ রেশিও লোন দিতো , সেটাকে আবার নামিয়ে এনেছে ১ ঃ ০.৫ এ। আগে ৩০ কোটি টাকা লোন পাওয়া যেতো, এখন সেটাকে নামিয়ে আনা হয়েছে মাত্র ৫ কোটিতে । তাহলে এর ফলে ভালো কোম্পানীর শেয়ারের দাম অবশ্যই কমবে। এর কমমুল্যে ভালো শেয়ার পাইয়ে দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে কাদের? ব্যাংক এর শেয়ার গুলো এখনো আন্ডার ভেলুড।
কিন্তু বার বার এই ভালো শেয়ার গুলোকে ফল করানোর জন্য দায়ী কারা? আর সুবিধা ভোগী কারা?
৩) এসইসি / ডিএসই অতিমুল্যায়িত বাজার নিয়ন্ত্রন করতে চায়। কিন্তু তারা স্পিলিটের অনুমোদন দিচ্ছে কেন? স্পিলিটের আগে ১০০ টাকা ফেস ভেলুর শেহার ছিলো ১২০০ টাকা এখন ১০ টাকা ফেসভেলু মুল্যে সেই শেয়ারের দাম ৫০০ টাকা। তার মানে ১০০ টাকা ফেস ভেলু হিসেবে সেই শেয়ারের দাম ৫০০০ টাকা। এর জন্য কে দায়ী? একদিকে মার্কেট কন্ট্রোল করার জন্য মার্জিন লোনের উপরে খড়গ চালাচ্ছে, আরেক দিকে স্পিলিট করে শেয়ার কে অতিমুল্যায়িত করে দেয়া হচ্ছে। কেন ? কিসের স্বার্থে? কারা এর সুবিধা ভোগী?
সম্মানিত ব্লগারবৃন্দ আপনাদের ভিতরে যারা শেয়ার ব্যাবসায়ী আছেন , একটু ভেবে দেখবেন ।
এই সকল ফাদ থেকে সতর্ক হোন। আপনি এখন হয়ত বাজে কোম্পানী থেকে ভালো লাভ করছেন, কিন্তু একটি মাত্র লসই আপনাকে শেষ করে দিতে পারে। ধ্বংস করে দিতে পারে আপনার সমস্ত পুজি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
*** এই পোস্টের একটি কপি সোনার বাংলা ব্লগে প্রকাশিত হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।