আমাদের কথা খুঁজে নিন

   

নেতারা কি খায় আর কি দেয়?

একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।

ঈদের ছুটির আগে বাড়ি যাওয়ার সময় আমার এক গার্মেন্টস শ্রমিকনেতা বন্ধুর ঈদ করা না করা নিয়ে কিছু লিখেছিলাম ব্লগে। হতাশাকর মন্তব্য এসেছিল।

সেই হতাশা নিয়েই ৫০০ কিলোমিটারের ঈদ উৎসবে গিয়েছিলাম বাড়িতে। সেখানে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের অগ্রিম আড্ডায় পড়েছিলাম। সামনে ছিল দুই প্রার্থী। একজন জাসদ ছাত্রলীগ থেকে ডিগবাজি খেয়ে ছাত্রশিবিরে,সেখান থেকে ধাক্কা খেয়ে আ.লীগে। আবার মাঝে মাঝে তিনি বিএনপি নেতার বারান্দায়ও যায়।

অপর জন ছাত্র রাজনীতির শুরু থেকে শেষ পর্যন্ত একই যায়গায় আছে। প্রশ্ন উঠলো যোগ্য কে? সবাই বল্ল ডিগবাজি খাওয়া লোকটি। কারণে সে ইতোমধ্যে তদবির বানিজ্য, দালাালি করে কিছু টাকা কমাই করেছে। আমি বলার চেষ্টা করলাম আদর্শ খারাপ হোক আর ভাল হোক যে নিজ অবস্থানে শেষ অবধি একই জায়গায় আছে সেই উত্তম। আবার ‘বলা’ ধোপে িটকলোনা।

তাদের চুক্তি যে খেতে পারে সে অন্যকে মানে জনগনকে দিতেও পারে। আমি বুঝতে পারলাম না এই সব নেতারা কি খায় আর জনগনকে কি দেয়? ওই কথায় আমি আর বেশি প্রতিবাদ করিনি কারণ ঈদের ছুটির আগে একটি এই রকম বিষয় নিয়ে লেখার কারণে যে মন্তব্যগুলো পেয়েছিলাম তাতে মনে হয়েছিল ‘আমি আমার মত থাকি’। এসে দেখলাম সেই ত্যাগি শ্রমিক নেতাটি সম্পর্কে আরো দুটি ইতিবাচক এবং গঠনমুলক মন্তব্য এসেছে। মনে হচ্ছে না, আমার বিশ্বাস আর যুক্তির কথাগুলো তো শেয়ার করা যায়। নেতারা কি খায় আর কি দেয় এর প্রশের একটি গঠনমূলক উত্তর আশা করা যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।