আসসালামু আলাইকুম
আমার নাম উপল। আমি এই বছর H.S.C. পরিক্ষা দিয়েছি নটরডেম কলেজ থেকে। SSC ও HSC ২ টো তেই আমি Golden G.P.A. 5 পেয়েছি। ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিলো ইঞ্জিনিয়ার হওয়ার। ইছা ছিল বুয়েট এ পড়ার।
হায়রে কপাল পরীক্ষার কয়েকদিন আগে থেকেই জর আর ঠান্ডা লাগলো । এই ভাঙ্গা শরীর নিয়েই দিলাম পরীক্ষা। পরীক্ষা ও মোটামুটি হইল। ভাবছিলাম লাস্ট এ পেয়ে যাবো। বুয়েট এর রেজাল্ট দেয়ার আগে চুয়েট আর শাহজালাল এ চান্স পেয়ে গেলাম।
বুয়েট এর রেজাল্ট এ দেখা গেল পাইলাম না বুয়েটে।
এরপর ভাবলাম আইইউটি আসে। ততদিন শুন্সিলাম আইইউটি গোল্ডেন দের preference দেয়। কিন্তু বুমেরাং। এই বছর বাদ দিয়া দিল ওই সিস্টেম।
তাও ডাকসে সাব্জেকট চয়েস এর জন্য ( ১০০০ জন কে ডাকসে। সিট ১৮০ টা। আমি আসি ৪০০+ এ )। ধরলাম ওইটাও বাদ।
আমার আব্বা-আম্মা আমাকে চিটাগাং / সিলেট এ পাঠাবে নাহ ।
আমাকে বলতেসে আহসানুল্লাহ তে পরতে। ( বেশির ভাগই এর উলটা চায় )। আমার ইচ্ছা ছিল শাহজালাল এ পরার। এখন যদি আমি আব্বু-আম্মু এর কথা শুনি সিদ্ধান্ত টা কি বেশি খারাপ হবে ? আমার মতে পরলে আমি যেকোনো জায়গা থেকেই ভাল করবো।
কিন্তু মানুষের কথা আর এই ব্লগ ফোরাম এ ঘাটাঘাটি করে তো দেখলাম মানুষের মতে প্রাইভেট এ পরলে বলে ইঞ্জিনিয়ারই হতে পারব নাহ !! ( আজব )
কি করবো আপনারা একটু সাহায্য করেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।