তাহলে কি করবো আমি? কি করা উচিৎ মানুষের? আসলে করতে কিইবা পারবো। ইতিহাসের এতো যে দায়ভার। পূর্ব পুরুষের অর্পিত যত দায়ভার আমার কতটুকু সাধ্য কণামাত্র মোচন করি তার। কত কতদিন ধরে জমেছে কতো পাপ আর কলুষ একটু একটু করে জমে আজও তা জমাট পাথর। এক চক্রে বাধা পড়েছে এই দেশ।
অনেক দিন ধরে একটা প্রতিরোধ বেগ তৈরী হয় আঘাত হানে অর্জন হয় যেন কত ধন যেমন স্বাধীনতা। আশার দারুণ জোয়ার জাগে তখন মনে। আবার দিন যায়। কখন যে ঘুরে যায় কালের চাকা-উল্টা ঘূর্ণি লাগে পালে। টেরও পায় না কেউ যখন হুশ হয় দেখে সব খুইয়ে বসে আছে।
ভিতর থেকে এই যে ক্ষয় কি করে তার ক্রিয়া চলে দেখি একদিন মুখ থুবড়ে হতবল। নিঃস্ব সর্বস্বহারা পড়ে আছে শবদেহ এক নিঃশেষিত রিক্ত জীবন। দুর্নিবার এই কালচক্রে মানুষ আজ মানুষ নয়। জন্তু, জন্তুর অধিক জন্তু, জন্তুর অধম জন্তু। কেবল নিজের আর শরীরের ভোগের লালসায় এক একটি কামভাণ্ড আজ মানুষ।
কোন ন্যয় নেই নীতি নেই। আদর্শ স্বপ্ন নেই। দেশ সমাজহীন। বর্তমান ভবিষৎহীন মত্তমরয়িা পশুর পাল যেন পরস্পর হননে রত। মুহূর্তকারের কামপুণ তরে যত স্বার্থ লোভ আর কামের বসন বিষ্ঠা পূজ মন্ধুন করা লকলক লোলুপতা।
মানুষের এতখানি অধঃপাত মানুষের ইতিহাসে কি দেশে কখনো হয়েছে কি আগে? কালের এই চক্র তাই না মেনে উপায় কি বল? অনিবার্য অমোঘ নিয়তির মতো তার গতি। আমার আর অন্য কি করার আছে না মেনে সেই দানবিক কালচক্র। অন্য কি উপায় বল?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।