"মনের ভেতর মনের ছায়া রেখো আড়াল করে" পরশুদিন নাকি বিক্ষোভ সমাবেশ। অথচ পরশুদিন আমার পরীক্ষা, তাও দুইটা! আমি এখন ঢাকাতে। ঢাকা থেকে আমার ক্যাম্পাসে যেতে সময় লাগে কম করে হলেও আড়াই ঘণ্টা। গত যেদিন বিক্ষোভ হয়েছিল ঐদিন আমার ক্লাস বাতিল হয়েছিল ঝামেলা লাগার ভয়ে। কিন্তু এইবার এই বিক্ষোভের মধ্যে পরীক্ষা নিবেন! এখন আমার প্রশ্ন হলো একটাই ঐদিন কি বের হলে আমার শহীদ হওয়ার কোনো পসিবিলিটি আছে? শহীদ হওয়ার পসিবিলিটি থাকলে আমাকে আগামীকাল মানে সাত তারিখে সকালেই দৌড় মারা লাগবে অথচ কালকে আমি সারাদিন পড়তে চাইছি জার্নি করতে ভাল্লাগে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।