আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসিত তরুন এক(খানিকটা ১৮ + কবিতা হতে পারে)

এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ

ধর্ষিত এই নগরে তুমিই ছিলে একমাত্র শ্বেত পদ্ম, কিন্তু এখন আর তুমি শ্বেত পদ্ম নও, কারন তোমার পাপড়ি আগলে রাখা তরুনটি আজ এই নগর হতে নির্বাসিত। তোমার আকাশে আর কখনো চাদ উঠবেনা কারন , তোমার আর আমার হাতে হাত রাখা হবেনা। জীবনান্দের কবিতা আর কখনো তোমার হবেনা কারন আমি আর তোমাকে কবিতা শুনাবো না। তুমি আর কখনো কবিতার পংতি হবেনা, কারন ,আমি নির্বাসিত হওয়ার পর এই নগরে আর কোণ কবি জন্মায়নি । তোমার ঠোট দুটো আর কখনো গোলাপ হয়ে উঠবেনা কারন আমি ছাড়া আর কেউ গোলাপ চেনেনা ।

তুমি আর কখনো তোমার ঠোটে নুনতা স্বাদ পাবেনা কারন ,বর্বর এই নগরে আমি ছাড়া আর কেউ চুমু খেতে শেখেনি । তোমার হাসিরা আর কখনো মুক্ত হয়ে ঝরবেনা কারন ,আমি ছাড়া আর কেউ মুক্ত কুড়ুতে জানেনা। তুমি আর কখনো ভালোবাসার জলে ভিজবে না, কারন ক্লীব এই নগরে আমি ছাড়া আর কেউ ভালোবাসতেই পারেনা । মৃত এই নগরে তুমিই ছিলে একমাত্র জীবন্ত , কিন্তু তোমার প্রানে আজ আর কোণ স্পন্দন নেই কারন , তোমার প্রানে স্পন্দন দেয়া তরুনটি আজ এই নগর হতে নির্বাসিত । তোমারই নগর হতে তোমার তরূনটি নির্বাসিত ।

কারন , সে প্রেমহীণ দম্পতিদের দিকে থুতু ছুড়ে দিয়েছিলো , কারন , অর্থের আধিপত্য দেখে তার গলায় বমি জমা হয়েছিলো , কারন ,সে ভেংচি কেটেছিল বর্বর সব নিয়মে , কারন , সে বলতে চেয়েছিল, “ হে শ্বেত পদ্ম , তুমি ছাড়া এই নগরের সবই , খুব বেশি কুতসিত আর তুচ্ছ লাগে ‘’। তাই আজ , তোমারই নগর হতে তোমার তরুনটি নির্বাসিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।