আমাদের কথা খুঁজে নিন

   

বাছাই পর্ব থেকেই বিদায় মেজবাহর

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বই পাড়ি দিতে পারেননি বাংলাদেশের মেজবাহ আহমেদ। গত শনিবার মস্কোতে বিশ্ব অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টের বাছাই পর্ব থেকেই বাদ পড়েছেন তিনি। মেজবাহ আহমেদ বাছাই পর্বের তিন নম্বর হিটে অংশ নিয়ে ১১.২৩ সেকেন্ড টাইমিং করে পঞ্চম হয়েছেন। বাছাই পর্বে ৩০ জনের মধ্যে ২০তম হয়েছেন মেজবাহ। মেজবাহ যদি .৫ সেকেন্ড কমেও স্প্রিন্ট শেষ করতে পারতেন, তবে তিনি হিটে অংশ নেওয়ার সুযোগ পেতেন।

এদিকে বিশ্ব অ্যাথলেটিকসে শুভসূচনা করেছেন সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মোহাম্মদ ফারাহ। তিনি ১০ হাজার মিটারে মৌসুমের সেরা টাইমিং করে (২৭ মিনিট ২১.৭১ সেকেন্ড) স্বর্ণজয় করেছেন। ২০১১ সালে দেগুতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকসে এই ইভেন্টে তিনি রৌপ্য জয় করেছিলেন। তবে লন্ডন অলিম্পিকে ফারাহ পাঁচ ও ১০ হাজার মিটারে স্বর্ণজয় করেছিলেন। মেয়েদের ম্যারাথনে ইতিহাস গড়েছেন কেনিয়ার ইদনা কিপলাগাত। স্বর্ণ ধরে রেখেছেন ৩৩ বছরের কেনিয়ান অ্যাথলেট। তিনি গত শনিবার ২ ঘণ্টা ২৫ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণজয় করেন। দেগুতেও তিনি মেয়েদের ম্যারাথনে স্বর্ণজয় করেছিলেন। মেয়েদের ম্যারাথনে সিলভার জয় করেছেন ইতালির ভ্যালেরি স্ট্যানিও এবং ব্রোঞ্জ জয় করেছেন জাপানের কায়োকু ফুকুশি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.