আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ প্রকল

'রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ স্থাপন করা হলে সুন্দরবন ও পরিবেশের ক্ষতি হবে না' রামপাল ও মংলায় বুধবার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সুন্দরবনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'সেভ দ্যা সুন্দরবন' ও জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। একই সঙ্গে গতকাল এ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন তারা। 'সেভ দ্যা সুন্দরবনে'র সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের ইআইএ রিপোর্ট অনুযায়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুতের প্রভাবে পরিবেশ ও জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে। উন্নত প্রযুক্তিতে তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণ হলেও দূষণের পরিমাণ মাত্র ১১ ভাগ কমে দাঁড়াবে ৮৯ ভাগে। অপরদিকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই প্রকল্পটি বাতিলের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, রনজিৎ চট্টোপাধ্যায়, ফররুখ হাসান জুয়েল, তুষার কান্তি দাস, মানিক লাল মজুমদার, ডাকুয়া মুনসুর আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.