আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা ছিনিü

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফের ভাই সাকাতুল্লাহ, বদি, আনোয়ার হোসেন ও তাদের বাহিনীর আরও ১৮ সদস্য মিলে কাজী মোমেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায়। এ ঘটনায় ব্যবসায়ী মোমেন বাদী হয়ে ২১ জনের নামে রূপগঞ্জ থানায় মামলা রুজু করেছেন।

নাওড়া এলাকার ব্যবসায়ী মোমেন জানান, পূর্বশত্রুতার জের ধরে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফের ভাই সাকাতুল্লাহ, বদি, আনোয়ার হোসেন ও তাদের বাহিনীর আরও ১৮ সদস্য মিলে শনিবার রাতে নাওড়া এলাকায় তাকে কুপিয়ে আহত করে সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় মোশাররফের ভাই সাকাতুল্লাহ, বদি ও আনোয়ার হোসেনসহ মোট ২১ জনের নামে থানায় মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিরা হলো- তাজেল, কামরুজ্জামান ওরফে কালু, রুহুল আমিন ওরফে নুর আমিন, রুবেল, মোজারুল, নাজমুল, আলামিন, সামসুল, জামান, আইয়ুব আলী, জামাল, নবী হোসেন, আকতার হোসেন, মকবুল হোসেন, শীতল চন্দ্র মণ্ডল, নিরাশা চন্দ্র মলি্লক, সুমন ও সেরাজল। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলার নাওড়া এলাকার ত্রাস শীর্ষ সন্ত্রাসী মোশাররফ বাহিনীর প্রধান সন্ত্রাসী মোশাররফ কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্রসহ ধরা খেয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, ভূমিদস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.