তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিদেশি পর্যটকদের নির্বাচন দেখতে আসা বাধ্যতামূলক নয়। তারা আসবে কি আসবে না এটা তাদের মনের ব্যাপার। তারা এলে আমরা খুশি হব, না এলে চিন্তার কিছু নেই। হাসানুল হক ইনু গতকাল দুপুরে ভেড়ামারায় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদের নির্বাচন করতেই হবে।
এ নির্বাচন সবাইকে নিয়ে করতে পারলে তা দেশের জন্য ভালো হবে। প্রধান বিরোধী দল এ নির্বাচনে অংশ না নিলে সেটি হবে গণতন্ত্রের জন্য দুঃখজনক। তবে মনে রাখতে হবে মাত্র একটি দল ছাড়া এই নির্বাচন অনেক দলই অংশ নিচ্ছে, তাই এটি একদলীয় নির্বাচন হচ্ছে না, এটি বহুদলীয় নির্বাচন। তাই এই নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে। অপর এক প্রশ্নের জবাবে ইনু বলেন, নির্বাচনের আগে আগুন দিয়ে মানুষ পোড়ানো, চলন্ত বাসে আগুনের গোলা নিক্ষেপ, চলন্ত ট্রেন ফেলে দেওয়া গণহত্যার শামিল। বিরোধী দলের নেতা খালেদা জিয়া একজন দায়িত্বশীল নেত্রী। আশা করি তিনি তার নেতা-কর্মীদের এসব বন্ধে নির্দেশ দেবেন। তা না হলে খালেদা জিয়াকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হবে। এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।