কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড
সব অরণ্যে, ঘন ছায়ায়, বিপুল কান্ডের কালো গহ্বরে
হলুদ অথবা সোনালী জরির পাড়, রাজকন্যের পোষাক
তুমি পাবে না। সব জোৎস্নায় পূর্ণিমার পূর্ণ গোলক আসে
না যেমন; ক্ষয়ে পড়া মধ্যাহ্নসূর্য্য, যাযাবর কালপূরুষ
আর দিকভ্রান্ত এই আমাকে তুলে নাও কোলেতে তোমার।
আমরা খুঁজবো, আমরা বুঝবো কোথায় উপসম চুপচাপ
তোমার থেকে লুকিয়ে পশ্চাদ, ঢুলছে ঘুমে
তুমি খুব বড় বড় ডালে কাঠবিড়ালী আর মৌটুসির উন্মাতালে
কিছুটা অবাক বিস্ময়ে ভালোবাসা খুঁজতে গিয়েছিলে;
অথচ নতজানু এ আমার লালকনিকার সুদীর্ঘ ধারাপাতে
কখনও টলমলে দু'চোখের কিছুটা আড়-চাহনি প্রেমের
সবরকম ছলাকলাসমেত উদগ্রীব ছিল, দেখোনি তুমি!
আমাকে মনোনীত করার জন্যে কতটা ছায়াঘন কান্ডের
গুঁড়িতে করাত চালাবো বলো, কোন হাটের সওদায় খুশী
তোমার ঢেউময় কুন্তলপাশ, আমাকে বলো সুখী প্রেমিকার
সবচে' কাংখিত স্বপ্নের খুঁটিনাটি
আকাশের দরোজায় দাড়িয়ে ঘুমায় যে মহাসেন
সাগরের অতলের পিরামডে যে মহানাগ
সেবা'র রাণী বিলকিসের মহামূল্য যে মুক্তখড়ম
কিছুটা মায়াহরিণীর মৃগনাভীর সুবাস
এইসব এক করে, এইসব জড়ো করে
আমিও ফিরবো একদিন
তোমার আনমনা ভোরের মাখামাখি আলোয়
সেদিন নিশ্চিত পূর্ণিমা ভেবে সব নক্ষত্র, সব তারারা
লুকোবে আমার ঝোলায়
জানবে তুমিও সেদিন
যতটা পারে প্রেমিক, ততটা পারেনা মানুষ কোনো।।
ফুটনোট:
কবিতা লেখালেখিতে এখন খুব একটা আবেগ আসে না আর,
হয়তো সময়, বয়সী শীতলতা অথবা পৃথিবীর সবচে' আবেগীদের
থেকে দুরে বসবাস; তবু এক রকম তাড়না থেকে এই লেখালিখি,
হয়তো নিজের জন্যেই!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।