আমাদের কথা খুঁজে নিন

   

যতটা পথ আমি হেঁটেছি

চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে

যতটা পথ আমি হেঁটেছি তার সব ঋতুর মত; এই অম্ল এই মধুর। আলোর দ্বীপ্তি ছড়িয়ে বাতাসের মত কখনো এক পেশে কিংবা চক্রাকার বৃত্তের মত, কিন্তু অনিশ্চিত মায়া মায়া। টিকেনি তার কোনো বুনন, বন্ধন, বন্দনা; যতটা পথ আমি হেঁটে এসেছি। অবাধ্য স্মৃতি গুলোতে অনন্ত তৃষ্ণায় আঁসু নামে কালবৈশাখীর মধ্য রাতের মত, দৃষ্টি ছলছল নির্লজ্জ প্রেম কামনায়, ভেজা সন্ধ্যায় অব্যক্ত হাহাকার কান পেতে শোনে ঘরের কার্নিশে আশ্রিত চড়ুই অথচ তার কোনো বৈধব্য বিবেক নেই দায়বদ্ধতা নেই ভালোবাসা কিংবা স্বপ্নের প্রতি। স্বপ্নের রঙ সকাল অবধি অপেক্ষায় থাকে না, অপরিবর্তিত প্রস্থানের মত। কল্পনা মানেই সাপের ভয়ঙ্কর ফনা- বিষ ছড়ায় না কিন্তু হৃদয়কে টুকরো টুকরো করে; মৃত্যু বাগায় না, মৃত্যুর পথযাত্রী করে রাখে। অগাধ বিশ্বাস বলে কিছু থাকে না, অবসরে যখন আঁকা স্মৃতি গুলো ধূসর হয়। জীবন এবং ভোগের মহা মিলনে ভূমিষ্ট যে শিশু নি:সীম যাতনায় বাড়ছে আমার নি:ষ্প্রভ চোখে তাকে দেখেছি; যতটা পথ আমি হেঁটে এসেছি। (সংক্ষেপিত)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.