বাগেরহাটের শরণখোলা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শেরপুর ও ময়মনসিংহে প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে মারামারিতে দুই পুলিশ সদস্যসহ জখম হয়েছেন ২২ জন। এছাড়া প্রথম দফা ভোট গ্রহন এবং পরবর্তি নির্বাচন নিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ, বহিস্কারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত_
বাগেরহাট : আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের সমর্থকরা শুক্রবার রাতে সভা শেষে ফেরার পথে একই দলের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান পারভেজসহ ৪০/৪৫ জন তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন আওয়ামী লীগ ও যুবলীগের ২০ নেতা-কর্মী। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন পারভেজ। শেরপুর : নালিতাবাড়ী উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল নিবার্চনকে কেন্দ করে গতকাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১০ জন। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ময়মনসিংহ : হালুয়াঘাটে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ভোটিং পদ্ধতি নিয়ে মতানৈক্যের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খানের সমর্থকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের সমর্থক চেয়ারম্যান প্রার্থী সুরুজ মিয়ার অনুসারীদের গতকাল এ সংঘর্ষ হয়। ঝিনাইদহে প্রশাসন ও আওয়ামী লীগ মুখোমুখি : জেলা প্রশাসককে অপসারণ, আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্যাতন ও সদর উপজেলায় পুনঃনির্বাচন দাবিতে গতকাল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবদুল হাইর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আজিজুর রহমান, আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার প্রমুখ। শরীয়তপুরে কারচুপির অভিযোগ বিদ্রোহী প্রর্থীর: উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও করাচুপি করে দলীয় প্রর্থীকে বিজয়ী করার প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করেছেন ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক পিন্টু । বিশ্বনাথ আওয়ামী লীগে গণপদত্যাগ : উপজেলা নির্বাচনে ভরাডুবি হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বনাথ আওয়ামী লীগের নির্বাহী কমিটির ৪০ নেতা-কর্মী। উপজেলা অওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপেিত্ব শুক্রবার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণায় হামলা : ঢালীকান্দিতে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মাস্টারের নির্বাচনী প্রচারণায় গতকাল সন্ত্রাসী হামলায় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিকালে প্রতিবাদ সভায় নাজিম উদ্দিন অভিযোগ করেন, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আয়নাল হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। বাজিতপুরে হরতাল : কিশোরগঞ্জের বাজিতপুরে নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে বিএনপির ডাকে গতকাল থেকে পালিত হচ্ছে ৪৮ ঘণ্টার হরতাল। প্রথম দিন বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মিছিল করেছে। বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। নাটোরে এজেন্ট হওয়ায় নির্যাতন : সিংড়ার বিলদহর মৎস্যজীবি পাড়ায় বিএনপি প্রার্থীর এজেন্টের দায়িত্ব পালনের অপরাধে শুক্রবার রাতে বিএনপি কর্মী আলতাব হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। এ সময় আলতাবকে না পেয়ে তার মেয়ে সুইটির ওপর নির্যাতন চালায় তারা। এদিকে গুরুদাসপুরে দলীয় সিদ্ধান্তের বাহিরে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক তালুকদার ও দল মনোনিত চেয়ারম্যান প্রার্থীর বিরোধিতা করায় সহ-সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী আযমকে বহিষ্কারের ১১দিন পর বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। ভোলায় প্রার্থী অপহরণ : চরফ্যাশন উপজেলা নির্বাচনে বিএনপি সর্থিত ভাইস চেয়ারস্যান প্রার্থী জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মোস্তফা কামালকে অপহরণ করা হয়েছে। ঘোষেরহাট লঞ্চঘাট এলাকায় গতকাল গণসংযোগ করার সময় তাকে ২০/২৫ জন তুলে নেয় বলে দাবি করেছে উপজেলা জামায়াত। চাঁপাইয়ে বিএনপি নেতা গ্রেফতার : ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চুটুকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের ৭ মার্চ হরতালে আগুন দেওয়ার মামলার আসামি তিনি। কুষ্টিয়ায় নির্যাতনের অভিযোগ : কুমারখালীতে বিএনপি সর্মথিত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সর্মথকদের নির্যাতন, বাড়ি ভাঙচুর ও পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। তিনি বলেন, আওয়ামী লীগ সর্মথিত চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান খানের কর্মী সর্মথকরা তার লোকজনের ওপর নানা নির্যাতন চালাচ্ছে। গাইবান্ধায় তৃণমূলের ভোটে প্রার্থী চুড়ান্ত : সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে গতকাল আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচন করা হয়েছে। ৩৪৩ জন তৃণমুল প্রতিনিধির ভোটে চেয়ারম্যান পদে শাহ সারোয়ার কবির, ভাইস চেয়ারম্যান মো. আনিছুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রশিদা বেগমকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থী বহিস্কার : ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে বলে জেলা আওয়ামী লীগের একটি সূত্র। গতকাল আওয়ামী লীগের কার্য নিবার্হী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় অ্যাড. জয়নাল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শের আলমকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। মেঘনায় চেয়ারম্যান প্রার্থীর শো-ডাউন : মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান গতকাল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকালে তিনি উপজেলার সোনারচরে সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে শো-ডাউন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।