দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে দলের মনোনয়নপত্র তুলে দেওয়া হবে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এই দুই দিন আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, যেসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, তাদের অনেককেই ইতোমধ্যে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওইসব আসনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের অনেককে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুটি বিষয়ে সামনে রেখে আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী চূড়ান্ত করছে। প্রথমত ভাবা হচ্ছে, একতরফা নির্বাচনের বিষয়টি। সেক্ষেত্রে বর্তমান এমপিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত বিএনপি নির্বাচনে এলে যেমন প্রার্থী দরকার, ঠিক তেমন প্রার্থীও রাখা হচ্ছে তালিকায়। দলীয় সূত্রমতে, নির্বাচন কমিশন এবং সারা দেশের সব জেলা প্রশাসকের কাছে দলের আসনওয়ারী প্রার্থীর নাম পাঠানো হবে। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকদের কাছে প্রতি আসনের জন্য সম্ভাব্য দুই প্রার্থীর নাম পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঋণ খেলাপি কিংবা অন্য কোনো কারণে প্রার্থিতা বাতিলের আশঙ্কায় বিকল্প প্রার্থীর নাম পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত রয়েছে আওয়ামী লীগের। কিছু আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় পার্টি, জেপি এবং ১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে কথা বলবে আওয়ামী লীগ। মনোনয়নপত্র প্রত্যাহারের ঠিক আগে আগে এসব আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সদস্য গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন এবং মনোনয়নবঞ্চিত হয়ে নিজ-নিজ এলাকায় বিদ্রোহের চেষ্টা করবেন, তাদেরকে দল থেকে বহিষ্কারেরও নীতিগত সিদ্ধান্ত আছে আওয়ামী লীগের। মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনী এলাকার জনপ্রিয়তা, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক নির্বাচনী এলাকার মনোনয়ন চূড়ান্তের ক্ষেত্রে আগে নেওয়া মাঠ নেতাদের মতামতও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সূত্রটি এমন আভাসও দিয়েছে, সংসদীয় বোর্ডের সঙ্গে আলোচনার পর অনেক আসনের প্রার্থী পরিবর্তনও করা হতে পারে। গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামীকাল (আজ) শুক্রবারের মধ্যে সব মনোনয়ন চূড়ান্ত করে দেশবাসীকে জানানো হবে। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করা হবে। পরে ১৪ দলের সঙ্গে বসে আলোচনা করে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনিচ্ছুক আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের একজন সদস্য বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনা চাইলে পার্লামেন্টারি বোর্ড মনোনীত প্রার্থীও পরিবর্তন করতে পারেন। এ ব্যাপারে তাকে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড মনোনীত প্রার্থীও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।