অােগর কথা; যুিক্ত এবং প্রমােণ িবশ্বসী
জনপ্রিয়তা এবং পরিচিতি-ই হল সবকিছুর মূলে। এই যে, আজকাল আমি একটা চাকরি খুঁজছি, পাচ্ছি না। তার কারণ কি? আমার কোন পরিচিতি নেই। যদি কেউ আমাকে রেফার কারত, তাহলে হয়তো আজ ঐ সোনার হরিণটি আমার কাছে থাকত। আবার আমি যদি কোন জনপ্রিয় কবি, গায়ক, অভিনেতা, শিল্পী ইত্যাদি হতাম, তাহলে আমি যা লিখতাম তাই হত কবিতা, আমি যা গাইতাম তাই হত হিট গান, আমি যা করতাম তাই হত অভিনয়, মোট কথা হল; আমি যা করতাম তাই হত শিল্প।
তবে এটা ঠিঁক, আমাকে আমার কাজের প্রমাণ দিতে এবং রাখতে হবে। আজ আমি জনপ্রিয়তা নিয়ে কিছু বলতে চাচ্ছি, পরে না হয় বাকিটা নিয়ে বলা যাবে। এই যে, হঠাৎ করে আজকাল যদি কেউ জনপ্রিয় হয়ে যায়, তাহলে তার মোটামুটি সব কাজ আমাদের ভালো লাগে। যদিও তার ভক্তের শ্রেণীবিভাগ আছে এবং অনুকূল শ্রেণীবিভাগে তিনি জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয়তা অর্জন করতে তার অনেক অপেক্ষা এবং কষ্ট করতে হয়েছে।
একবার শুধু উঠে দাঁড়ানো, ব্যাস তারপর যা হবার তাই হবে; তুমি জনপ্রিয়। । এখন তুমি যা করবে, তাই হবে জনপ্রিয়। তুমি শুধু কষ্ট করে তোমার কাজ করে যাও, একবার যদি প্রমাণ করতে পারো, কাজটি ভালো তোমার জনপ্রিয়তা হবে বা হচ্ছে। তারপর কাজের মাণ ঠিক থাকলে, তুমি জনপ্রিয় থাকবে; নাহয় তুমি আবার হারিয়ে যাবে।
কারণ, আমরা মানুষ জাতি খুব সহজেই তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই। আমরা চাই পরিবর্তন, নতুন আর জনপ্রিয় কিছু। তাইতো, আমরা নশ্বর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।