আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয়তা কমছে ওবামার

অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা এবং স্বাস্থ্যনীতি নিয়ে সন্দেহ না কাটায় জনপ্রিয়তা কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার।

এনডিটিভির এক খবরে জানানো হয়, সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের চালানো এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া ৪৯ শতাংশ ব্যক্তি ওবামার কাজে খুশি নন। ৪৩ শতাংশ অংশগ্রহণকারী ওবামার পক্ষে।

মাত্র ৩০ শতাংশ আমেরিকান বিশ্বাস করেন তাদের প্রয়োজন ও সমস্যার বিষয়ে ওবামা যথেষ্ঠ সচেতন।

এদিকে, নিজের প্রথম মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে দেশের মানুষের কাছে ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছেন প্রেসিডেন্ট ওবামা।

উল্লেখ্য, দুই-তৃতীয়াংশ আমেরিকান (২০১২ সালের পর যা সর্বোচ্চ) মনে করেন দেশ ভুল পথে চলছে। দশ জনের মধ্যে প্রায় নয়জন আমেরিকান মনে করেন কেন্দ্রীয় সরকার তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তারা হতাশ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.