আমাদের কথা খুঁজে নিন

   

এডভোকেট সাহারা খাতুন, আপনার অপদার্থতা আর জাতি দেখতে চায় না।



দয়া করে এবার বিদেয় হোন। না কি ঘাড় ধাক্কার অপেক্ষায় আছেন ? লজ্জা নেই বিন্দুমাত্র আপনার। প্রতিদিনের দৈনিক পত্রিকাগুলো বখাটেপনার খবর ছাপিয়ে যাচ্ছে আর আপনি বি এন পি-র স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের মত আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে বলে সাফাই গাইছেন। আপনি কি উন্মাদ ? আর যদি বিন্দুমাত্র শরম বোধ থাকে আপনার, তাহলে আজকের ( ২৮ অক্টোবর, ২০১০ ইং) প্রথম আলো পড়ে দেখুন কি করে ফরিদপুরের মধুখালী বাজারের মদ ব্যবসায়ী রতন সাহার ছেলে বখাটে দেবাশীষ ( মদ ব্যাপারীদের ছেলে বখাটেই হয়ে থাকে) ফরিদপুর চিনিকলের করণিক চাঁপা রাণীর উপর মটরসাইকেল তুলে দিয়ে তাকে হত্যা করেছে। ঐ কুকুরের বাচ্চা চাঁপা রাণী ভৌমিকের দশম শ্রেণীতে পড়ুয়া যমজ দুই মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো।

প্রতিবাদ করলে তাদের অপহরণের হুমকি দিত। মেয়েদের পড়াশোনা ও ভবিষ্যৎ চিন্তা করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয় নি (আর নিলেও যে আপনার গুণধর পুলিশ বাহিনী কি করতো, তা এদেশের সচেতন নাগরিক মাত্রই জানে কেননা সেটা করলে মাঝখান থেকে পুলিশের পকেটই ভারী হত)। সম্প্রতি শূয়রের বাচ্চা দেবাশীষের উত্ত্যক্ত করা বেড়ে যাওয়ায় চাঁপা রাণী মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম ও চিনিকল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানিয়ে প্রতিকার চান। তাঁরা ঐ জারজ দেবাশীষ ও তার মদ্যপ বাপকে শাসন করলে হায়েনা দেবাশীষ আরও ক্ষিপ্ত হয় এবং চাঁপার পরিবারকে হুমকি-ধামকি দেয়। সে চাঁপা রাণীকে খুন করেই ক্ষান্ত হয় নি, চাঁপার স্বামীকেও খুন করার হুমকি দিয়েছে।

পুলিশ সুপার ও জেলা প্রশাসক এ ব্যাপারে আম্বাস দিয়েছেন যে হত্যাকারীকে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করা হবে যা সচরাচর প্রতিটি হত্যার পর প্রশাসন ও পুলিশ বলে থাকে। তারপর থেকে পুলিশ বলে যাবে আমরা ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, আসামীকে ত পাওয়া যাচ্ছে না। (যদিও অনেক ক্ষেত্রেই আসামী বিষ্ঠার টাকা পুলিশের মুখে গুজে দিয়ে পুলিশকে অন্ধ বানিয়ে রেখে পুলিশের সুমুখ দিয়েই বুক উঁচু করে ঘুড়ে বেড়ায়)। সাহারা খাতুন, দেশের লোকসংখ্যা এমনিতেই বেড়ে চলেছে তার উপর গোদের উপর বিষফোঁঢ়ার মতন অপদার্থ ও বখাটেদের বোঝা আরে আমরা সইতে পারছি না। হয় এদেরকে ধরে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারুন যাতে অন্যান্য বখাটেগুলো এ দৃশ্য দেখে নিজেদের শুধরানোর চেষ্টা করে নতুবা ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে চেয়ারটি খালি করুন কারণ অতীতে যা হবার হয়েছে, জনগণ আর অপদার্থদের বেতন দিয়ে পুষতে রাজী নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.