আকন্দভাই, ব্লগে ভুল বোজাবুজির কারনে আপনার ওপর দিয়ে যে ঝড় গেছে তার জইন্য আমরা দুখিত। খোদার অশেষ রহমতে ভুল বোজাবুঝির অবসান হয়েছে। ব্লগে ডাক্তর, ইন্জিনিয়ার, এম্বিএ (হোসাইন), বেকার, ছাত্র, সাম্বাদিকের অভাব না থাকিলেও একজন উকিল কখনও আসে নাই। কে জানে হইতে পারে আইটি তে তারা ওয়াকিবহাল না। আপনে সেই অসাধ্য সাধন করিয়াছেন। আপনার উদ্দেশ্শে গরিবের কিছু প্রশ্ন
আপনি কি কোন রাজনৈতিক দলের সদস্য?
আপন কি নিয়মিত ইন্টারনেট ব্যভার করেন? ডায়ালাপ না ব্রডব্যন্ড?
ব্যস্ততার মাঝে কিভাবে সময় করেন ব্লগের জন্য?
আর কোন উকিল কি ইন্টারনেটে ব্লগায়?
আপনার নিজের সম্পর্কে কিছু বলুন ২/৪ টা ব্যক্তিগতো কথা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।