তখন সময় ছিল ভীষণ
অনুভব বরফ-শীতল
- মনে পড়ে অন্ধরাত?
আমার সামনে মরু
পিছনে পর্বত
কোন দিকে যাব?
নাই কোন পথ।
ডুবেছি হতাশার গহ্বরে
চেয়েছি বাঁচি কিছু ধরে।
ঠিক তখন আমার কাঁধে
তোমার সাহসের হাত!
সেই দুটি হাত কি করে ভুলি?
সেই ফুলহার কি করে খুলি?
হয়তো গেছি কিছু দিন হারায়ে
মন গেছে সীমানা ছাড়ায়ে।
মরুতে যে দিশা হারা
তুমি তার ধ্রুবতারা।
আমার আঁধার মুছে -
এনেছ আলোর প্রভাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।