আমাদের কথা খুঁজে নিন

   

সাহসের দম্ভ

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সাহসের দম্ভ দেখাতে কোন দেশের সামরিক বাহিনীরই পিছিয়ে নেই । এমনকি সেই সাহসের দম্ভ তাদের নিজেদের মধ্যে আরো বেশী । কে বেশী সাহসী , বিমান, নৌ না স্হল সেনারা ?? বাংলাদেশের তিন বাহিনীর প্রধান তা প্রমান করার জন্য প্রতিযোগিতা আয়োজন করল ।

তিন প্রধান এসে দাড়াল পুরোনো বিমানবন্দর সংলগ্ন রাংগস ভবনের সামনে । প্রথমে এলো বিমান বাহিনীর পালা । কমান্ড করলো বিমান প্রধান , সাথে সাথে এক বিমান সেনা দৌড় দিল রাংগস ভবনের উপর । সে দশতলা থেকে প্যারসুট ছাড়া লাফ দিল এবং মাটিতে পড়ে মারা গেল । অন্যরা এয়ার প্রধানের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল ।

এয়ার প্রধান দম্ভ নিয়ে বললো দেখেছেন আমার সেনারা কত সাহসী ! তারা প্রধানের নির্দেশে জীবনের পরোয়া না করে লাফিয়ে পড়ল । তারপরে এলো নৌ সেনা এবং , সে রাংগস ভবনের একবারে উপরের ছাদ থেকে লাফিয়ে জীবন হারালো আর নৌ-প্রধান তার দম্ভ দেখোতে ব্যস্ত । সেনা প্রধান তখন খুব চিন্তিত । তার সেনা কি করবে ?? সরো না হোক অন্তত এ যাত্রায় নৌ সেনার সমান হয়ে ইজ্জত রক্ষা করতে হবে । তাই তিনি স্থল সেনাকেও রাংগস এর ছাদে উঠালেন ।

এবং লাফ দিতে বললেন । ছাদের উপর থেকে সেনা সদস্য চিৎকার করে উঠলেন এবং বললেন স্যার আপনার মাথা কি ঠিক আছে ? সেনা প্রধান কিছুটা রেগে গিয়ে বললেন কেন ?? তখন সেনা সদস্য বলে আপনি জানেন আমি ২০ তলরি উপর ?? এখান থেকে লাফ দিলে কি হয় সেটা তো আপনি একটু আগেই দেখেলেন । আমি পারবো না স্যার । নৌ আর বিমান প্রধান খুশিতে অস্থির । সেনা প্রধান একটু গম্ভীর মুখে বললেন দেখেছেন আমার সেনা কত সাহসী ?? দুই প্রধান একসাথে জিজ্ঞেস করল মানে ?? ২০ তলা থেকে লাফ দেয়া সাহসের কিন্তু তারও চেয়ে কি বেশী সাহস সেনা প্রধানের নির্দেশ অমান্য করা নয় ?? হয়তো ।

কিন্তু সেই দম্ভ দেখাতে তারা কখনই পিছু পা হয় না । আইয়ুব , ইয়াহিয়া এবং পদাঙ্ক অনুসারীরা । ইতিহাস আমাদের তাই তথ্য দেয় । দেশের নরসুন্দররা বলবেন একজন জেনারেল এর ক্ষমতা লিপ্সুতার দায় কেন পুরো সেনাবাহিনী নেবে ?? তা হয়তো ঠিক । তবে দু-একজন রাজনীতিবিদের দায় তবে কেন পুরো রাজনীতির উপর চাপিয়ে দেয়া হচ্ছে ?? আমরা জনগন কারো দায় কারো উপর চাপাতে চাইনা ।

তবে সেনাশাসকদের দায় সেনাবাহিনী এড়াতে পারেনা । কেননা সেই জেনারেলরা এই সেনাবাহিনীকেই ব্যবহার করে তাদের কুকীর্তি পরিচালনা করতে । আর তেমন সাহসী সেনা সদস্য কি দেখা যায় যে সেনা প্রধানের নির্দেশ অমান্য করে ন্যায় -অন্যায় এর সীমারেখা টানে ?? (গল্পটা কাল্পনিক)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.