আমাদের কথা খুঁজে নিন

   

ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে তাই বলে কাশ্মীর ইস্যুতে আমরা নিরব থাকতে পারিনা , কাশ্মীরে প্রতিশ্রুত গণভোট আয়োজন করতে হবে



ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে তাই বলে কাশ্মীর ইস্যুতে আমরা নিরব থাকতে পারিনা। কাশ্মীরের লোকজন কথা বলতে পারেনা, স্বাধীন ভাবে নিজেদের মনের ভাব ব্যক্ত করতে পারেনা,স্বধীনভাবে চলাফেরা করতে পারেনা। আমরা যদি চিন্তা করি কাশ্মিরে মুষলমান নয় কিছু মানুষ বাস করে তাহলে ও আর চুপ থাকা যায়না। কাশ্মীরের মানুষের উপর প্রতিনিয়ত যে সীমাহীন নিপীড়ন ও নির্যাতন আমাদেরকে অবশ্যই এর প্রতিবাদে সোচ্চার হতে হবে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কাশ্মীর ব্রাদারহুড কাউন্সলি আয়োজিত এক আলোচনা সভায় এই কথাগুলো বলেন ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।

তিনি বলেন অরুন্ধতি রায় যদি ভারতের অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারেন তাহলে আমরা কেন পারবনা। তরুণ আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম বলেন জাতিসংঘ সারা দুনিয়ায় শান্তিরক্ষী বাহিনী পাঠালেও কাশ্মীরের মানূষকে রক্ষার জন্য তাদের স্বাধীনতার জন্য জাতিসংঘের কোন মাথা ব্যথাই নেই। অথচ পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য জাতিসংঘ সবার থেকে অগ্রনী ভূমিকা পালন করেছিল। সেখানে আন্তর্জাতিক সৈন্য পাঠিয়ে পূর্ব তিমুরকে স্বাধীন করা হয়েছিল। তিনি বলেন কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন আইনি ভাবে স্বীকৃত।

তাই গণভোটের মাধ্যমে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রনাধিকার ফিরিয়ে দেয়া হোক। বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন,কাশ্মীরের শিশু ও মহিলাদের হত্যা ও নির্যাতন করে ভারত যে নজির স্থাপন করেছে তা খুবই কলঙ্কজনক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অব, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ বলেন পৃথিবীর ভূসর্গ কাশ্মির আজ বিধবাদের উপত্যকায় পরিনত করা হয়েছে। ভরতের নিরাপত্তা বাহিনী কাশ্মীরে প্রতিনিয়ত মানবাধিকার লংঘন করে চলেছে। সেখানকার ৭০ হাজার মানুষকে হত্যা করা হলে ও নবশ্ব বিবেক আজ নিস্ক্রিয়।

তিনি সরকারকে কাশ্মীরীদের ষ্বাধীনতা সংগ্রামে সমর্থনও সহযোগিতা প্রদানের আহবান জানান। জাতীয় পার্টি নাজিউর মহাসচিব শামীম আলামিন বলেন কাশ্মীরে বর্তমানে এক লাখ ৩০ হাজার মানুষ বন্দি। আর ১৯ হাজার মা বোন ধর্ষনের শিকার। কাশ্মীরেদের রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার ও বলিস্ঠ ভুমিকা রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইসমাইল হোসেন বলেন,কাশ্মীরের জনগন ইসলামী আন্দোলনের মূর্ত প্রতীক।

ভারত কাশ্মীরের জনগনের উপর অত্যাচারের যে স্টিম রোলার চালাচ্ছে তা প্রতিরোধের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। নেজামে ইসলাম পাটিংর অধ্যাপক একে সরোয়ার বলেন, কাশ্মীরের মানুষের বেঁচে থাকার লঢ়াই চলছে। মুক্তি অর্জন না হৗয়া পর্যন্ত এই লড়াই চলবে। তাদের এই সংগ্রামে আমাদের কে তাদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে ইসলামী ঐক্যজোটের মহাসচিব লতিফ নেজামি বলেন,কাশ্মীরে প্রতি ছয় জন মানুষের জন্য একজন করে সেনা মোতায়েন করা হয়েছে। ভারত ইতিপূর্বে কয়েকবার গনভোটের মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধানের প্রতিশ্রুতি পাকিস্তান ও জাতিসংঘের কাছে দিলে বরাবরই সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.