এরমধ্যে রয়েছে দুইটি মেছোবাঘ, দুইটি গন্ধগোকুল ও একটি লজ্জাবতী বানর।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এ উদ্যোগ নেয় বলে এর পরিচালক সজল দেব জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে এ প্রাণীগুলো ধরা হয়। পরে চিকিৎসা ও পরিচর্া করে বুনো পরিবেশে ছেড়ে দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (উএনও) জাহিদুল ইসলাম মিঞা, কমলগঞ্জ থানার ওসি নীহাররঞ্জন দেবনাথ, মৌলভীবাজার বনবিভাগের (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) সহকারী বন সংরক্ষক মাহাবুবুর রহমান প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।