আমাদের কথা খুঁজে নিন

   

বন্যপ্রাণী: অপরূপ সুন্দর এক আমেরিকান গায়ক!!

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন

আমেরিকার মাঝারি আকারের এই পাখির পুরুষটা একদম টকটকে লাল রংয়ের হয় পাখার রং কালো। আর মেয়েটার রং হয় একটু হলদে এবং পাখা জলপাই রংয়ের। ছবি: Mark Lewer এর ইংরেজি নাম Scarlet Tanager এবং দ্বিপদী বা বৈজ্ঞানিক নাম Piranga olivacea। এটা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত পরিভ্রমণ করে এবং একে পরিযায়ী পাখি হিসাবে ধরা হয়। এপ্রিলে পরিযায়ন শুরু করে এবং এই পরিভ্রমনের পথে মে মাসে মধ্য আমেরিকাতে তারা তাদের প্রজননের কাজটি সেরে নেয়। অক্টোবরে আবার ফিরে আসে। সাধারণত পোকামাকড় ও ফল খেয়ে এরা বেচে থাকে। কিছু এলাকায় এদের বাসস্থান ধ্বংসের কারণে এটার জনসংখ্যাও দিন দিন কমছে। পুরুষ ছবি: Alan Murphy ছবি: Jcob S. Spendelow মেয়ে ছবি: Jcob S. Spendelow


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.