কোন কথা নাই রে ভাই। সাশ্রয়ী দামের স্মার্টফোন বিভাগে আধিপত্য বিস্তারে এবার আইফোনের ছোট সংস্করণ ‘আইফোন মিনি’ বাজারে ছাড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের গবেষকেরা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে লোয়ার অ্যান্ড বা সাশ্রয়ী দামের স্মার্টফোনের চাহিদা রয়েছে।
সাশ্রয়ী দামের স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করেছে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল নাগাদ গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ও ফ্যাবলেট বাজারে আনতে পারে স্যামসাং। স্মার্টফোনের চেয়ে আকারে বড় কিন্তু ট্যাবলেটের চেয়ে আকারে ছোট পণ্যকে ফ্যাবলেট বলেন গবেষকেরা। স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলতি বছরের শেষ প্রান্তিক অর্থাত্ অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ‘আইফোন মিনি’ বাজারে আনতে পারে অ্যাপল। দক্ষিণ এশিয়ার বাজারের কথা ভেবেই এ স্মার্টফোন বাজারে আনতে পারে অ্যাপল।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ও আইফোন ৬ তৈরি করতে শুরু করেছে। তবে অ্যাপল কর্তৃপক্ষ নতুন স্মার্টফোনটির নাম আইফোন ৫এস রাখতেও পারে। আইফোনের নতুন সংস্করণটির পাশাপাশি ‘আইফোন মিনি’ বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল।
প্রযুক্তিবিশ্লেষকেরা অ্যাপলের সম্ভাব্য ফোনটি সম্পর্কে তথ্য জানালেও আনুষ্ঠানিকভাবে অ্যাপল কোনো তথ্য প্রকাশ করেনি।
প্রসঙ্গত, ২০১১ সালে আইপ্যাডের ছোট সংস্করণ ‘আইপ্যাড মিনি’ বাজারে এনেছে অ্যাপল।
-প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।