শুধু ত্রান নয় , প্রয়োজন সাহস ও কর্মের। আমরা যেনো দিতে দিতে জনগণের একটা অংশকে যেনো শুধু ত্রান নির্ভর করে না ফেলি সেদিকে ল্য রাখাও খুবই প্রয়োজন । তাদেরকে আবার কর্মমুখী করে তুলতে হবে। তাদেরকে ত্রানের সাথে সাথে সাহসও দিতে হবে। তাদেরকে স্বপ্ন দিতে হবে।
আচ্ছা, ত্রানের মত সাহস এবং উদ্দীপনাও কি দান করা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি চিন্তা করে দেখুন এই জীবনে কত মানুষের কাছ থেকে আপনি সাহস পেয়েছেন। পেয়েছেন এগিয়ে যাবার মানসিক শক্তি। তাই সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে কাজে উদ্বুদ্ধ করে তুলতে হবে। এজন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে।
গতকালই এনটিভির খবরে দেখলাম মানুষ কাজ কর্ম বাদ দিয়ে কেবল ত্রানের দিকেই ছুটছে। এখানে আরো দীর্ঘদিন ত্রানের প্রয়োজন আছে সন্দেহ নেই। কিন্তু সেই সাথে তারা যাতে নতুন জীবনের জন্য সাহসী হয়ে উঠতে পারে সেটাও দেখতে হবে সবার। কিভাবে? যারাই ত্রান বিতরন করুন না কেন, বেশী করে কাজের গুও“ত্ব তাদের বুঝাতে হবে। ’আপনারা আবার কাজে ফিরে আসুন , আমরা আপনাদের সাথে আছি’ - এই এ্যাটিচিউড নিয়ে ত্রান বিতরনে যেতে হবে সবার।
প্রয়োজনে কাজ ও কাজের ত্রে সম্বন্ধে ব্যাপক প্রচার প্রচারনা চালাতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয় আবার জেগে উঠবে বাংলার শস্য ভান্ডার দনিাঞ্চল। চলুন ত্রানের সাথে আমরা সবাই সাহস ও উদ্দম বিতরন করি, তাদেরকে করুনার দৃষ্টিতে নয় সম্ভাবনার দৃষ্টিতে দেখি। তাহলেই পরিবর্তন হবে দ্রুত, কাঙ্খিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।