আমাদের কথা খুঁজে নিন

   

এবারে কাগজ সনাক্ত করবে মানুষের রোগ ?

alamincox@yahoo.com

স্বল্প খরচে এইচআইভি, ম্যালেরিয়া, যক্ষা, হেপাটাইটিস এবং গ্যাস্ট্রোএনট্রিটিসের মতো জীবনসংহারী বিভিন্ন রোগ শনাক্ত করা যয় সম্প্রতি এমন কাগজের বিশেষ একটি চীপ তৈরী করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েল রসায়নের অধ্যাপক জর্জ হোয়াইটশিল্ড। একটি পুরো মেডিকেল ল্যাবরেটরিকেই জর্জ হোয়াইটশিল্ড কাগজের একটি চীপের মধ্যে আনতে যাচ্ছেন। এই কথা আমি নই, চিকিৎসা বিজ্ঞান বলছে। রোগ নির্ণয় ব্যবহার ও দাম ঃ কাগজের এই রোগ বিশেষজ্ঞ চিপটি পাওয়া যাবে চলতি বছরের মধ্যেই। রোগী এই চিপটির একদিকে এক ফোটা রক্তা পরীক্ষার জন্যই দিলেই অফর পাশের রংটি বদলে যাবে।

আর তা পরীক্ষা করেই জানা যাবে রোগ সম্পর্কে। এক সঙ্গে অনেক রোগের শনাক্তকারী হিসেবে এই চিপটি বেশ কাজে লাগবে। এই চিপটি মোবাইল ফোনের সঙ্গে জুড়ে দিয়েও ব্যবহার করা যাবে। রোগী মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে ডাক্তারের কাছে পাঠালে তা দেখেও রোগ সম্পর্কে বলে দিতে পারবে চিকিৎসকরা। খুব শীঘ্রই আপনার বাসার দরজায় পৌঁছের যেতে পারে এই অবিশ্বাস্য চীপটি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.