alamincox@yahoo.com
নিঃশ্বাস নিতে গিয়ে বুকের ওঠা নামায় যে নড়াচড়া হয় থেকেও তৈরী হবে বিদুৎ।
কি মনে করছেন আমি আপনাদের রসিকতা করছি তাই না ?
না আমি ঠিক কথাই বলছি।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক রাবার ফিল্ম তৈরী করেছেন যা সামান্য বেঁকে গেলেই বিদুৎ তৈরী করতে পারে। এর ভেতর ব্যবহার করা হয়ে লেড জিরকোনেট টাইটানেট' নামের একটি বিশেষ যৌগ ও সিলিকন। এই পদার্থটি খুব সহজে গতিশক্তি থেকে বিদুৎ তৈরী করতে পারে। এতে যে পরিমান বিদুৎ তৈরি হবে তা দিয়ে অনায়াসে চালানো যাবে পেসমেকার, সেলফোন যা এমপি থ্রি প্লেয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।