উইকিলিকসে বিপুল পরিমাণ গোপন নথি সরবরাহ করে যুক্তরাষ্ট্রের ক্ষতি করায় ক্ষমা চেয়েছেন মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিং। বহুল আলোচিত এই ওয়েব সাইডে তথ্য প্রদান করে নিজে ভুল করেছেন স্বীকার করে তিনি ক্ষমা চান। তিনি জানান, পৃথিবীটাকে ভালো কিছুর জন্য পরিবর্তন করার জন্য তিনি তথ্য দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিডে স্থাপিত মার্কিন সামরিক আদালতে শুনানির সময় নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা চান ম্যানিং।
আদালতে ম্যানিংয়ের শুনানি চলাকালে এই প্রথমবারের মতো মুখ খুললেন ম্যানিং।
কাঠগঁড়ায় অত্যন্ত শান্ত এবং বিনয়ী ছিলেন তিনি। বিচারকের সামনে অনুতপ্ত হয়ে, নিজে একজন কনিষ্ঠ সৈনিক হিসাবে নিজেকে উপাস্থান করেন। তবে ম্যানিংয়ের স্ক্রিপ্ট দেখে তার বক্তব্য উপাস্থাপন করেন। এসময় তার হাত ভীষণভাবে কাঁপছিল।
ম্যানিং বলেন, ‘আমার কাজে মানুষ কষ্ট পাওয়ায় আমি দুঃখিত।
যুক্তরাষ্ট্রের ক্ষতি করায় আমি দুঃখিত। আমার কাজে অনাকাঙ্ক্ষিত ফলাফলের জন্যে আমি ক্ষমা চাইছি। ’
এ বছরের জুলাইয়ে ম্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অপরাধ প্রমাণিত হলে তার ৯০ বছরেরও বেশি সময়ের কারাদণ্ড হতে পারে।
গত জুলাইয়ে উইকিলিকসকে বিপুল পরিমাণ গোপন নথি সরবরাহ করায় মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিং বিচারের রায়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত হন।
তবে তার বিরুদ্ধে শত্রুকে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।