আমাদের কথা খুঁজে নিন

   

ধরাছোঁয়ার বাইরে রানা

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো সাভারে ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় মামলা করা হলেও ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা ও কারখানা মালিকদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় দুইদিন পেরিয়ে গেলেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পুলিশ ভবন মালিক রানাকে আসামি করে বৃহস্পতিবার সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের করেছে। রাজউকের মামলায় একমাত্র সোহেল রানাকে আসামি করা হয়েছে। আর পুলিশের দায়ের করা মামলায় রানা ছাড়াও ধসে পড়া ভবনের পোশাক কারখানাগুলোর মালিক আমিনুল ইসলাম, আনিসুজ্জামান, বজলুস সামাদ আদনান এবং মাহবুবুর রহমান তাপসসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

একইসঙ্গে রানার বাবা আব্দুল খালেককেও আসামি করা হয়েছে। খালেকও আত্মগোপনে রয়েছেন। তবে রানাসহ আসামিদের গ্রেপ্তারের সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সাভারের ধসে পড়া ভবন ‘রানা প্লাজা’র রানা ও ওই ভবনের পোশাক কারখানাগুলোর শীর্ষ কর্মকর্তাদের ৩০ এপ্রিল আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০০৭ থেকে ২০১০ সাল অবধি তিন বছর ধরে ‘রানা প্লাজা’ বানিয়েছিলেন সোহেল রানা।

বালু ফেলে ডোবা ভরে তিনি এ ভবনটি তৈরি করেছিলেন। রাজউকের অনুমতি ছাড়া সাভার পৌর কর্তৃপক্ষের অনুমতিতে ভবনটি নির্মাণ করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার ‘রানাপ্লাজা’য় ফাটল দেখা দিলেও বুধবার ভবন মালিক ও পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের ভবনে গিয়ে কাজ করতে বাধ্য করেন। শ্রমিকরা সকালে কাজে আসার পরই ভবনটি ধসে পড়ে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৭৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র হতে পড়তে চাইলে এই লিকে ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.