আনন্দের বিষয় দেশ সেরা কিছু ব্লগার এখনও সামহোয়ারের সাথে আছেন। কিন্তু আশংকার বিষয় সেটা সামহোয়ারের গ্রুপ। তারা ব্লগে চ্যাট করছেন। ফলে ব্লগ থেকে হারাচ্ছে কিছু ভালো ব্লগারের স্বতস্ফুর্ত সম্পৃক্ততা।
আমি মোটেও সেই গ্রুপের বিপক্ষে না।
ভালোই লাগে স্থির চিত্রের ব্লগারদের সচল দেখতে। নানা বিষয়ে তারা আলোচনা করছেন, আমরা যারা আলোচনায় থাকিনা বা আমাদের যাদের আলোচনায় নেয়া হয়না তারা নিরব দর্শকের মত থাকি।
মূল্যবাণ কথাবার্তা পড়ি।
অনেক কিছু শিখি।
মনে মনে বলি, হুমম।
ওনার কথা ঠিক।
উনি এইটা ভালো বলছেন।
তার সাথে আমি একমত।
যাই হোক, কথা সেইটা না, কথা হচ্ছে এই ফেসবুকীয় গ্রুপ চ্যাট এর কারণে কী ব্লগ তার ভালো ব্লগারদের অন্য জায়গার ব্যাস্ত রাখছে?
হয়তো না।
সেটা হবেনা।
কিন্তু প্রথম পাতার পোস্ট আর কমন্টের হার দেখে কিঞ্চিত আশংকা হয়।
পুনশ্চ : এটা নিতান্তই আশংকামূলক পোস্ট। না শংকা থাকাই ভালো।
ছবি: এই সেই গ্রুপ। বিশেষ কারণে তাদের নিক প্রকাশ করা হল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।