আজ তুমি অন্যের...........প্রীতি!
ফেরাতে পারিনি দৃষ্টি
অপলক চেয়েছিলাম একাগ্রচিত্তে
প্রথম দেখা তোমাতে আমাতে।
দৃষ্টি বিনিময়ে হেসেছিলে
হৃদয় পাজর ভেংঙ্গে।
দুষ্ট হাওয়ায় দুষ্টমিতে মেতেছিল চুল
আড়াল করতে চেয়েছিল স্নিগ্ধ চাঁদ মাখা ঐ মুখ,
বার বার সরিয়ে ছিলে বা হাতে আলতো করে কানের ও পাশে।
আড় চোখে চেয়েছ বার বার লজ্জা মিশ্রিত হাসি হেসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।