"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
দৃষ্টি
বরফ জমাট হৃদয় আমার গলছে তোমার দৃষ্টি তাপে,
ফাগুনদিনে লাগছে আগুন শীত নেই তবু শরীর কাঁপে।
ভালবাসা ছোঁয়াচে রোগ পায় যদি মন তেমন কারো,
দিনে দিনে অসুখ বাড়ে আদর সোহাগ চায়যে আরো।
তাইতো বলি দৃষ্টি তোমার অমন করে ভাঙ্গলে আড়াল,
খরকুটো এই মনটা আমার পায়না খুঁজে তীরের নাগাল।
ডোবার নেশায় ডুবি তখন তোমার চোখের ঐ গভীরে,
মন হারিয়ে শান্ত আমি পাখী যেমন তার আপন নীড়ে।
আর দিওনা কাজল তবে ঢাকবে আকাশ কালো মেঘে;
ভিজলে হৃদয় চোখের জলে কী হবে আর বৃষ্টি দেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।