আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি,,,,,,,,,,,,,,,,,,

গলায় ব্যাথা!! আওয়াজ তুলতে পার্তাসি না!!

বাজিকর ঐ যে নীল আকাশ মিলিয়েছে দিগন্তের সাথে যেখানে আকাশ মাটি করেছে আলিঙ্গন একে অপরের সাথে। আকাশে উড়ছে পাখি ঝাক বেধে চলে আপন গন্তব্যের দিকে দিন শেষে ফিরে যাবে ঘরে। অন্ধ পথিক কিসের আকাশ? কিসের দিগন্ত? আমি কিছুই চিনি না। আমার কাছে নেই শুরু নেই কোন শেষ পাখি নেই, ঝাক নেই, নেই গন্তব্য আমার কাছে কালো আছে, আমি যে অন্ধ। বাজিকর তবে তোমার জীবনই বৃথা দেখলে না তুমি সুন্দর পৃথিবী কিভাবে বেচেঁ আছো তুমি? দৃষ্টি যদি না থাকত আমার এক মুহুর্তের জন্য আমি মরে যেতাম হয়ত।

আর তুমি বেচেঁ আছো কিভাবে এই অভিশপ্ত জীবন নিয়ে? অন্ধ পথিক আমি বেচেঁ আছি, বেচেঁ থাকব তত দিন, যতদিন আমি না পারব করতে শোধ বিধাতার ঋণ। তোমারা সবাই পৃথীবিকে দেখো নানান রঙের মাঝে তাই দেখনা তোমরা বিধাতাকে দেখ শুধু তার সৃষ্টি আর তা নিয়েই তোমার মেতে থাকো সর্বদা। এদের মাফ করো হে খোদা............. বাজিকর তুমি কি বলতে চাও, আমরা অকৃতজ্ঞ? আমার খোদা ভীরু নই? তুমি তবে নির্বোধ দৃষ্টি নাই তাই তুমি দেখতে পারছ না আমরা খোদার সন্তুষ্টির জন্য মুক্তা খচিত পাথর দিয়ে নির্মান করেছি মসজিদ সোনার হরফে লেখা কোর-আন করি পাঠ। তুমি দেখ নাই তুমি অন্ধ তাই.... অন্ধ পথিক আমি অন্ধ তাই সর্বদাই আমি যপতে থাকি খোদারে অন্ধ বলে তুচ্ছ করলে আমারে? তবে শুনে রেখো হে বাজিগর বানিয়েছ তুমি মুক্তা দিয়ে মসজিদ কিন্তু পড়নি নামাজ সেখানে কোনদিন কিন্তু আমি অন্ধারে ধুলোর মাঝেও ডাকি শুধু খোদারে। আমার নাই কোন স্বর্ন খচিত কোর-আন আছে আছে শুধু আল্লার নাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.