আমাদের কথা খুঁজে নিন

   

শিবিরের বোমায় কিশোর আহতের ঘটনায় মামলা

বাকলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসান আহমেদ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেছেন।
মামলায় আট শিবিরকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতবোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে আটজনকে সনাক্ত করা গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
“তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
বুধবার জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিন দুপুরে নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার পুলে কাছে তাদের কর্মীদের ছোড়া হাতবোমায় আহত হয় মো. বাবুল নামের ১৩ বছর বয়সী এক কিশোর।
বোমার আঘাতে তার বাম হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.