শিবিরের নেতারা তো রাজনীতি করে না করে শিবিরের চাকুরী এটা সবাই জানে। ব্লগ সাইট কিংবা সামাজিক ও অনলাইন যোগাযোগ মাধ্যম গুলোতে আমার আগমন সেই ২০০৭ কিংবা ২০০৮ থেকে তখন এই শিবির কর্মীদের এই সব জায়গায় দেখা যেত না কিন্তু যেই ২০০৯ এ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলো এই শুরু হয়ে গেল তাদের আন্ডার গ্রাউন্ড পলিটিকস যারই একটা অংশ হিসেবে তারা নিয়োগ দেন বেশ কিছু চুক্তি ভিত্তিক লেখক। যারা এই ব্লগ সাইট গুলোতে নিরধীদায় লিখে যাচ্ছেন দেশ বিরোধী কথা। রাজাকারদের মুক্তির দাবী ইত্যাদি ইত্যাদি।
পড়ে একদিন জানতে পাড়লাম এরাতো আসলে শিবিরের রাজনীতি করে না এরা হল চাকুরীর দায়ে লিখে।
চাকুরী করার জন্য নামদারী শিবির এরা। যা কিছুদিন আগে জাফর ইকবাল স্যারের একটা লেখাতেও স্যার লিখেছেন Click This Link
এই লিংক পেজে তা আছে। তাই আমি বলবো ভাই ব্যাক্তি সার্থের জন্য দেশ বিরোধী দলের সাথে হাত মিলাবেন না। দেশ হচ্ছে মা এর মতো তাই মায়ের সাথে বেঈমানী করবেন না। ।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।