হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রেস (সাংবাদিক) স্টিকার লাগানো মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতো শিবির ক্যাডাররা। এ ধরনের স্টিকার লাগানো মোটরসাইকেল পুলিশ আটক করে না বলেই শিবির ক্যাডাররা এই প্রতারণার আশ্রয় নিয়ে নিরাপদে পালাতে পারতো।
মহানগর গোয়েন্দা পুলিশ শিবির নেতাদের প্রেস স্টিকার লাগানো ৫টি মোটরসাইকেল আটক করার পর চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, রাজধানীতে শিবির ক্যাডাররা নিরাপদে চলাচল করতে প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেল আর হেলমেট ব্যবহার করতো। এ কারণে তাদের সহজেই চেনাও যেত না।
যার কারণে পুলিশের নজরদারি এড়িয়ে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতো তারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা বিভিন্ন মামলার আসামী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ব্যবহৃত পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করে। উদ্ধার করা এসব মোটর সাইকেলের প্রত্যেকটিতে প্রেস শব্দের স্টিকার আছে।
ডিএমপির ওই বার্তায় আরো বলা হয়, গ্রেফতারকৃত ছাত্র-শিবিরের নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন সময়ে ওই মোটর সাইকেলগুলো দিয়ে তারা গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করে অবাধে প্রেস (সাংবাদিক) পরিচয় ব্যবহার করে দ্রুত স্থান ত্যাগ করতো।
ডিএমপির মিডিয়া সেলের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে মোটরসাইকেল আটকের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ জন শিবির নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া যায়।
তবে, তথ্য পাওয়ার পরপরই পুরো রাজধানীর ট্রাফিক বিভাগকে এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। একই সাথে রাস্তায় প্রেস লিখা মোটরসাইকেল দেখামাত্র তার পরিচয় সনাক্তের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্র আরো জানায়, এখন থেকে প্রেস লেখা মোটরসাইকেল চালকদের নাম পরিচয় সনাক্তের জন্য ট্রাফিক সার্জেন্টরা কাজ করবে।
এ সময় কারও প্রতি সন্দেহ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।