সাহেব-বিবি-গোলাম.....সাবধান..
ভোর ৬ টার সময় মোবাইল টা বেজে উঠল। আমি কিছু দিন যাবৎ ভোরে উঠার চেষ্টা করছি। কলটা রিসিভ করতেই কিছু আবেগ আর বেদনা যুক্ত কথা ভেসে আসল। কিছু বুঝে উঠার আগেই হালকা চাপা কান্না। আমি ঠিক কি বলব তা বুঝে উঠতে পারছিলাম না।
আমি খালি বললাম আমি পরে কল দিচ্ছি। ১০ মিনিট পরে আমি এক বন্ধুকে কল দিলাম। কিছু তথ্য নিলাম। কিছুক্ষন পর আগের নাম্বারটিতে কল দিলাম। আমি শুধু এতুটুকু বললাম তুমি শান্ত হও।
আমি সিদ্ধান্ত নিলাম পরের দিনই সেখানে যাব। সারাদিনই মোবাইল ওর সাথে যোগাযোগ রেখেছি।
যাই হোক আসল ঘটনা টা হল আমার বন্ধুকে নিয়ে। প্রেম করা বা প্রেম নিয়ে কোন কথা বলতে ওকে দেখতাম না। কিন্তু সবার ওগোচরেই ও কখন যেন রোমান্টিক হয়ে উঠে।
কলেজের সবাইকে ফাকি দিয়ে এক সুন্দরী তরুণীর পেছন পেছন ঘুরাঘুরি শুরু করে। তার মধ্যেই সবাই জেনে ফেলে ঘটনাটি। আমারা কিছু বন্ধু মিলে বেড়াতে যাই মেয়েটির বাড়িতে।
এর কিছু দিন পরের ঘটনা। হঠাৎ মেয়েটির বিয়ের খবর শুনা যায়।
বিয়ের ঠিক কিছু দিন আগে মেয়েটি আমার বন্ধুর কাছে এই খবর পাঠায় যে সে যদি তার বাড়িতে যায় তবে সে বাড়ি থেকে তার সাথে বের হয়ে আসবে।
এই করতে করতেই বিয়ের দিন চলে আসে। যাই হোক বিয়েতে আমাদের অনেক বন্ধু বান্ধাব গিয়েছিল তাই বিভিন্ন খবর পাচ্ছিলাম। বিয়ের ভিডিওম্যান ছিল আমাদের ঘনিষ্ঠ লোক। তাই আমারা তার মাধ্যমে মেয়ের কাছে খবর পাঠালাম।
তারপর আমারা গাড়ি নিয়ে কলেজ এর কাছে আসলাম। আমারা মেয়ের বাড়ির উদ্দ্যেশ্যে রওয়ানা হব। কিন্তু আমার বন্ধুর কথাতে আমাদের যাওয়া হল না।
এর পর মেয়ের বিয়ে হল। এরপর অনেক বার দেখা হল।
কিন্তু ঠিক সেই দিনটির কথা মনে পড়লে বার বার হারিয়ে যাই। মনে পড়ে আমার বন্ধুর সেই কথা গুলো। ও বলেছিল একটি মেয়েকে উঠিয়ে নিয়ে আসলে আমি খুশি হব কিন্তু অনেকে কষ্ট পাবে। আমার একার খুশির জন্য ওর বাবা-মা ভাই, আত্মীয়-স্বজন এবং ছেলে পক্ষের লোকেরা লজ্জা পাবে। এর দ্বারা আমার পরিবার কষ্ট পাবে।
একার খুশির চাইতে অনেকের খুশি অনেক ভাল।
জানিনা এই কথাগুলো ও মন থেকে বলেছিল নাকি বাস্তবতার সম্মুক্ষীণ হতে ভয় পেয়েছিল।
কিন্তু অনেক দিন পর একটা সংবাদ আমার মনটাকে আর খারপ কোরে দিয়েছে।
মেয়েটির সাথে আমার বন্ধুর কথা হয়। মেয়েটির শ্বশুরপক্ষ তার প্রেমের ঘটনাটি জানতে পেরেছে।
ফলে তাকে সারাদিন বিভিন্ন রকম কথা শুনতে হয়। এখন মেয়েটির বাবা-মা, ভাই, শ্বশুর বাড়ির লোকজন এবং সে নিজেও খুশি না।
আসলে কি করলে সবাইকে খুশি করা যায় তা আমাদের জানা নেই। আমার বন্ধু যখন আমাকে মোবাইল এ বলল সেদিন যদি তোমরা ওকে উঠিয়ে আনতে তবে মনে হয় এত দিন পরে ওকেও কাদতে হত না আমাকেও কাদতে হত না।
সেদিন আমার কি করা উচিত ছিল তা আজ বুঝতে পারছিনা।
বন্ধুর কথাকে উপেক্ষা করে মেয়েকে উঠিয়ে আনা নাকি অন্য কিছু...।
হয়তবা ওর না প্রেম করলেই সবাই খুশি থাকত অথবা অন্য কিছু...
আজ আমি ওদের দুজন হতে অনেক দূরে। আগের মত মোবাইলেও আর যোগাযোগ নেই। সবাই ভাল থাকুক..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।