শুনেছি কেউ কেউ মরে যাচ্ছে
আগাম অন্তেস্টক্রিয়ার দাওয়াত বিলি হচ্ছে পানশালায়।
আমরা শহর-ফুল-এবং সন্ধ্যার মরে যাওয়া দেখেছি,
দেখেছি মৃত্য রটে যাওয়া ঘন্টি হাহাকারে উড়ে গেছে!
মহাশুন্যতার বারান্দায় বেহালা বাজায় যে সব ফেরেস্তা
তারা নক্ষত্রের এলায়িত ঘুমে খোদায় করেছে মৃতদের নাম।
তাদের স্বাস্থ্য পান করে মাতাল হয়েছি সবাই অথবা
নিজেরাও মৃত হবো ভেবে, বিষাদের তলদেশে ঋদ্ধ ঘাস
সবুজের বিপরিতে ক্রমশ দুরবর্তি......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।